আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কাপ আর ঠোটের মধ্যে দুরত্ব এখন শুধু একটা ম্যাচের। তার আগেই অতি সতর্ক লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। ফুটবলারদের ডুরান্ড সেমিফাইনালের কথা স্মরণ করিয়ে দিয়েই প্রস্তুত হওয়ার বার্তা অস্কারের(Oscar Bruzon)। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে অস্কারের একটাই কথা, ডুরান্ড সেমিফাইনালের কথা মাথায় রেখেই যেন ফুটবলাররা প্রস্তুত হন। শেষপর্যন্ত শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল(Eastbengal) হতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
সুপার কাপের(Super Cup) আগে এই আইএফএ শিল্ডই(IFA Shield) ইস্টবেঙ্গলের পাখির চোখ। এখনও পর্যন্ত একটাও ট্রফি নেই অস্কারের(Oscar Bruzon)। ডুরান্ড কাপে শুরুটা ভাল করলেও সেমিফাইনালে হেরে গিয়েছিল তারা। সেই স্মৃতিটাই যেন তাড়া করে বেড়াচ্ছে লাল-হলুদ শিবিরের হেড স্যার অস্কার ব্রুজোঁকে। ফুটবলাররা যাতে আত্মতুষ্ট হয়ে না পড়ে সেদিকেই বাড়তি নজর অস্কারের।
নামধারীর বিরুদ্ধে ২ গোলে ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। এখনও পর্যন্ত অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছেছে তারা। কিন্তু ফাইনালে তাদের সামনে পড়তে পারে মোহনবাগান। তাই একটু অসাবধান হলেই যে সমস্যা বাড়বে তা মনে করাতে একটুও দেরি করেননি লাল-হলুদ কোচ।
ফাইনালে পৌঁছনোর পরই ইস্টবেঙ্গল ড্রেসিংরুমে ফিরে সাফ বার্তা দিয়েছিলেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। ডুরান্ড সেমিফাইনালের কথা স্মরণ করিয়ে দিয়েই ফুটবলারদের আরও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন অস্কার। তিনি বলেছেন, “আমরা ফাইনালে পৌঁছে গিয়েছি। কিন্তু ডুরান্ড সেমিফাইনালে কী হয়েছিল তা ভুললে চলবে না। সেই কথা মনে করেই ফাইনালের প্রস্তুতি নিতে হবে। জিততেই হবে আমাদের”।
বুধবার প্রস্তুতিতে ছুটি দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে জোরকদমে প্রস্তুতি। দলের ফুটবলাররা ফর্মে রয়েছেন। তবুও কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব শুধরে নেওয়া যায় সেদিকেই এখন নজর রয়েছে অস্কার ব্রুজোঁর। একইসঙ্গে সকলের কৌতূহল ডার্বির মঞ্চে দলের নতুন তারকা হিরোশি ইবুসুকি খেলেন কিনা।







