দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার ভারতীয় সময় একেবারে ভোরে অস্ট্রেলিয়া(Australia) পৌঁছল টিম ইন্ডিয়া(India cricket Team)। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল শুভমন গিল(Shubman Gill), বিরাট কোহলিদের(Virat Kohli)। দিল্লি বিমানবন্দর থেকে বিমান ছাড়তে দেরী করাতেই নাকি এতক্ষণ অপেক্ষা করতে হল ভারতীয় দলকে। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর চারটের সময় পার্থে পৌছলেন রোহিত(Rohit Sharma), বিরাট(Virat Kohli), শ্রেয়সরা। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর ফের বিরাটদের দেশের জার্সিতে দেখার অপেক্ষায় সকলে।
অস্ট্রেলিয়ার তরফে জানা গিয়েছে দিল্লি থেকেই নাকি বিরাটদের(Virat Kohli) বিমান প্রায় চার ঘন্টা দেরীতে পৌঁছেছিল। আর সেটাই নাকি পার্থে পৌঁছতে দেরী হওয়ার প্রধান কারণ। আসল সমস্যাটা হয়েছিল সিঙ্গাপুরে বিমান রিশিডিউলিংয়ের জন্য। আর সেই কারণেই নাকি দিল্লি থেকে বিমান উড়তে প্রায় চার ঘন্টা দেরী হয়ে গিয়েছিল। বিরাট, রোহিত, গিল সহ গোটা দলই একেবারে নির্দিষ্ট সময়ে পৌঁছে গিয়েছিলেন বিমান বন্দরে। কিন্তু তাদেরকেও বিমানেই বসে থাকতে হল দীর্ঘক্ষণ সময়।
টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ভারতের হয়ে এখন শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই খেলতে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তাদের পারফর্ম্যান্সের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। বিশেষ করে আগামী ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ। এই সিরিজটা যে বিরাট ও রোহিতের কাছেও বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার অন্যতম প্রধান মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ দিয়ে ভারতীয় দলও যে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তার আগে এই সময় বিভ্রাট-টা যে খানিকটা হলেও ভারতীয় ক্রিকেটারদের সমস্যা বাড়িয়েছে তা বেশ স্পষ্ট। অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এবার শুধুই মাঠে নামার অপেক্ষায় সকলে।







