শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি(Kolkata Derby)। উত্তেজনার পারদ সকাল থেকেই চড়তে শুরু করেছিল। সেখানেই প্রথমার্ধ শেষে এগিয়ে ইস্টবেঙ্গল(Eastbengal)। যুবভারতীর ডার্বি প্রথম মিনিট থেকেই জমজমাট। নাটকীয় প্রথমার্ধ। পেনাল্টি পেয়েও সুযোগ নষ্ট জেসন কামিন্সের(Jason Cummins)। পাল্টা আক্রণণেই লাল-হলুদের মরোক্কান স্ট্রাইকার হামিদের(Hamid Ahadad) গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল(Eastbengal)। তবে শেষ মুহূর্তে আপুইয়ার(Apuia) গোলে সমতায় ফেরে মোহনবাগান(MBSG)। প্রথমার্ধ শেষে ম্যাচের ফলাফল ১-১। দ্বিতীয়ার্ধে কার মুখে ফোটে হাসি সেটাই দেখার।
এদিন দুই দলেরই প্রথম একাদশে ছিল একের পর এক চমক। অস্কারের(Oscar Bruzon) প্রথম একাদশে যেমন ছিলেন না হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki)। তেমনই হোসে মোলিনা শুরু থেকেই জোড়া ফলা জেসন কামিন্স(Jason Cummins) এবং জেমি ম্যাকলারেনকে(Jamie Maclaren) মাঠে নামিয়ে দিয়েছিলেন। তবে রক্ষণ খানিকটা দুর্বল করে ফেলেছিলেন মোহনবাগানের কোচ। মোলিনার(Jose Molina) পরিকল্পনাটা হয়ত ছিল শুরুতেই গোল তুলে নেওয়া। সেই সুযোগ যে মোহনবাগানের সামনে আসেনি তেমনটা নয়। কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিতে হয় মোহনবাগানকেই।
প্রথমার্ধে ইস্টবেঙ্গল(Eastbengal) শুরু থেকেই বলের রাখছিল নিজেদের দখলে। কিন্তু সুযোগ বারবারই পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে ফেলছিল মোহনবাগান(Mohunbagan)। ম্যাচের ৩ মিনিটের মাথাতেই লিস্টন কোলাসোর সামনে সুযোগ। কিন্তু পারেননি তিনি। ৮ মিনিটের মাথায় ফের আক্রমণ মোহনবাগানের। এবার ব্যর্থ জেমি ম্যাকলরেন।
ইস্টবেঙ্গল এই সময় আক্রমণ করলেও সেভাবে জমাট আক্রমণ করতে পারছিল না। এরই মাঝে ম্যাচের ৩১ মিনিটে বক্সের ভিতর আনোয়ারের ফাউল। পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু এমন সুযোগ বাইরে মেরে নষ্ট করলেন জেসন কামিন্স। আর সেটাই যেন ইস্টবেঙ্গল ফুটবলারদের আরও বেশি তাতিয়ে দেয়। এরপরই শুরু হয় লাল-হলুদের আক্রমণের ঝড়।
পেনাল্টি নষ্টের ২ মিনিটের মধ্যে মহেশের সাজানো পাস। সেটাই জালে জড়াতে ভুল করেননি হামিদ(Hamid Ahadad)। ৩৫ মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর লাল-হলুদ আরও চাপ বাড়াতে থাকে। মহেশ এবং বিপিনের পাস কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলতে পারতেন হামিদ। সেই সময় মোহনবাগানও ম্যাচে ফিরতে মরিয়া। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে সাফল্য মোলিনার দলের। বহু সুযোগ নষ্ট করলেও শেষ মুহূর্তে আপুইয়ার দুরন্ত শট থেকে অবশেষে সমতায় ফেরে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে কী হয় সেটাই দেখার অপেক্ষায় এখন সকলে।







