রোহিত বড় রান পেলেও, অ্যাডিলেডেও শূন্য হাতেই ফিরতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। সেইসঙ্গে তিনি নিজেই যেন তাঁর অবসরের জল্পনাটা উস্কে দিলেন। বিরাট(Virat Kohli) মাঠ ছাড়ার সময় অ্যাডিলেডের গ্যালারীর উদ্দেশ্যে হঠাৎই বিদায় জানিয়ে হাত নাড়লেন। আর তাতেই ক্রিকেট মহল জুড়ে শুরু হয়ে গিয়েছে বিরাটের(Virat Kohli) অবসর ঘিরে গুঞ্জন। এই অস্ট্রেলিয়া সফরই কী তবে দেশের জার্সিতে শেষ সিরিজ হচ্ছে ভারতের এই কিংবদন্তী ক্রিকেটারের। কারণ সিরিজ শুরুর আগে এমনই এক ইঙ্গিতবাহী পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছিলেন বিরাট কোহল। অ্যাডিলেডেও এদিন শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে।
অন্যদিকে অ্যাডিলেডে ৭৩ রানের ইনিংস খেললেন রোহিত শর্মা(Rohit Sharma)। হিটম্যানের স্বভাবচিত ইনিংস না হলেও, ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় নিলেন না তিনি। ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেললেন রোহিত শর্মা(Rohit Sharma)। তবে বেশ ধীর গতিতেই খেললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বিশ্বকাপের আগে অনেকেই মনে করছিলেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ বিরাট(Virat Kohli) ও রোহিতের(Rohit Sharma) কাছে কঠিন পরীক্ষা। বিরাট প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও, রোহিত যে পাশ করে গেলেন এমনটা কিন্তু অনেকেই মনে করছেন।
পার্থে আট বল খেলেছিলেন। কিন্তু রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলি। অ্যাডিলেডে বিরাটের(Virat Kohli) সামনে ছিল নতুন ইতিহাসের হাতছানি। সেইসঙ্গে রানে ফেরার লড়াই। কিন্তু সেখানেও ব্যর্থ বিরাট কোহলি। এই ম্যাচে ২৫ রান করতে পারলেই অ্যাডিলেডে ১০০০ রানের মালিক হতেন বিরাট। কিন্তু এখানেই চার বলে শূন্য রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে।
এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাট সহ কোনও ফর্ম্যাটেই বিরাট কোহলি এমন পরিস্থিতির সম্মুখীন হননি। এই প্রথমবার পরপর দুই ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরতে হল বিরাট কোহলিকে। এরপরই তাঁর দর্শকদের উদ্দেশ্যে এমন একটা ইঙ্গিত। আর তা নিয়েই এখন সরগরম ভারতীয় ক্রিকেট মহল।







