বিরাট(Virat Kohli) ভক্তের গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। কিন্তু তাদের মধ্যে নজর কাড়ল বিরাটের(Virat Kohli) এক খুদে ভক্ত। তাও আবার সুদূর অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। দীর্ঘদিন পর ফের মাঠে নেমেছেন বিরাট কোহলি(Virat Kohli)। তাঁকে দেখার ভিড় উপচে পড়ছে প্রতিদিন। সেখানেই বিরাটের থেকে এক খুদে ভক্ত অটোগ্রাফ পাওয়ার আনন্দে আত্মহারা। বিরাটের থেকে সই পেতেই তাঁর দৌড়। মাঠেই খেলেন গড়াগড়ি। হবে নাই বা কেন ভক্তদের কাছে যে বিরাট ভগবানের থেকে কম কিছু নয়।
টি টোয়েন্টির পর টেস্ট থেকেও অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। আইপিএলের(IPL) পর থেকে আর দেশের জার্সিতে মাঠে দেখা যায়নি ভারতীয় দলকে। তাঁর ভবিষ্যৎ নিয়েও ছিল বহু গুঞ্জন। সেই বিরাটই এবার অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে ওডিআই সিরিজে দেশের জার্সিতে মাঠে নামছে। তবে বিরাট(Virat Kohli) ভক্তরা আর ধৈর্য ধরতে পারেননি। বিরাট কোহলির প্রস্তুতি দেখতেই মাঠে হাজির তারা।
সেখানেই এক খুদে ভক্ত বহু ভিড় ঠেলে পৌঁছন বিরাট কোহলির কাছে। তারপর বহু কাঙ্খিত সেই অটোগ্রাফ পাওয়ার পর তাঁর যেন আনন্দের সীমা ছিল না। বিরাটের থেকে অটোগ্রাফ পাওয়ার পরই শুরু দৌঁড়। মাঠে গিয়ে একেবারে শুয়ে পড়লেন তিনি। আর চোখে মুখে ছিল এক তৃপ্তির হাসি। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে খুব একটা বেশি সময়ও নেয়নি। বিরাট কোহলির দিকেই তো এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন সকলে।
The happiness of a Kid after getting Virat Kohli’s autograph 🥹❤️pic.twitter.com/e5dhcAPVw8
— Suprvirat (@Mostlykohli) October 16, 2025
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ওডিআই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মার দিকে নির্বাচকদেরও রয়েছে নজর। কারণ এই সিরিজে তাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে ওডিআই বিশ্বকাপে খেলার বিষয়টা।
যদিও অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বিরাট কোহলি বেশ সফল হয়েছেন। এবারও তাঁর ব্যাটের দিকেই তালিকেয় রয়েছেন সকলে। প্রথম দিনের প্রস্তুতি থেকেই বেশ খোশ মেজাজে বিরাট কোহলি। তিনি বড় রানের ইনিংস খেলতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







