টি টোয়ন্টির পর এবার ওডিআইয়ে অভিষেকের পথে অভিষেক শর্মার(Abhishek Sharma)। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে ওডিআই(ODI) সিরিজেই নাকি ভারতীয় দলের জার্সিতে অভিষেক করতে পারেন অভিষেক শর্মা(Abhishek Sharma)। টি টোয়েন্টিতে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। আর সেই পারফরম্যান্সই যে অভিষেক শর্মাকে ভারতীয় ওডিআই দলে সুযোগ পাওয়ার দকে অনেকটা এগিয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
এই মুহূর্তে ভারতের হয়ে এশিয়া কাপে(Asia Cup) খেলছেন তিনি। সেখানেই ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ক্রিকেটার। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচেই দুরন্ত ফর্মে প্রদর্শন করেছেন অভিষেক(Abhishek Sharma)। এমনকি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটার হিসাবে এশিয়া কাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিকও অভিষেক শর্মা (Abhishek Sharma)। এখনও পর্যন্ত ১৭৩ রান করেছেন তিনি। তবে সবচেয়ে যেটা নজর কেড়েছে সেটা হল অভিষেক শর্মার স্ট্রাইরেট ২০৮। এই সমস্ত কিছু দেখেই এবার অভিষেক শর্মাকে নিয়ে কথাবার্তা শুরু হয়েছে।
কিন্তু তাঁকে ওপেনার হিসাবে ভারতীয় ওডিআই দলে নেওয়া হলে প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে কয়েকটা। শুভমন গিলের সঙ্গে অভিষেককে ওপেনার হিসাবে নিলে রোহিত শর্মার ভবিষ্যৎ তবে কী হবে। তবে কী অস্ট্রেলয়া সফরের আগে ওডিআই থেকেই সরে যেতে পারেন রোহিত শর্মা। যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। সেক্ষেত্রে ব্যাটিং পজিশন বদলাতে পারে রোহিত শর্মার(Rohit Sharma)।
অন্যদিকে ভারতীয় দলের আরেকজন ওপেনারকে নিয়েও কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে। যশস্বী জয়সওয়ালও কী তবে অস্ট্রেলয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে জায়গা পাবেন না! এবারের এশিয়া কাপেও ভারতীয় দল ওপেনিংয়ে ভরসা রেখেছে সেই অভিষেক শর্মার ওপর। অস্ট্রেলিয়া সিরিজেও তাঁকে রাখা হলে যশস্বী জয়সওয়ালের চিন্তা বাড়াটাই স্বাভাবিক।
আগামী মাস থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ভারত ওডিআই সিরিজ। সেইসঙ্গে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







