পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে ৬ উইকেটে জয়। ম্যাচের সেরা অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাকিস্তান বধের পর থেকেই তাঁকে নিয়ে চলছে নানান আলোচন। শাহিন(Shaheen Afridi), হারিস রওফদের (Haris Rauf) বিরুদ্ধে যেভাবে তিনি ঝোড়ো পারফরম্যান্স দেখিয়েছেন কার্যত সকলে হতবাক। আবার অনেকেই তাঁকে ভবিষ্যতের তারকা বলতেও দ্বিধা করছেন না। কিন্তু কীভাবে এই সাফল্য! দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সামনেই সেই তথ্য ফাঁস করলেন ভারতীয় দলের এই তরুণ তারকা। শুভমনের সঙ্গে তাঁর ভালো বোঝাপড়াটাই নাকি সাফল্যের রাস্তায় এগিয়ে দিয়েছে তাঁকে।
এশিয়া কাপেই অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ওপেনিংয়ে জুটি বেঁধেছেন শুভমন গিল (Shubman Gill)। কিন্তু এটাই কী প্রথমবার? উত্তর হবে না। সেই অনুর্ধ্ব-১২ ক্রিকেট থেকেই নাকি শুভমন গিলের সঙ্গে পার্টনারশিপ গড়ার কাজটা করে আসছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাদের বোঝাপাড়াটা সেই ছোটবেলা থেকেই শুরু হয়েছে। আর সেটাই এখন দেশের জার্সিতে সাফল্যের পথ হয়ে দাঁড়িয়েছে অভিষেক এবং শুভমনের। তারা দুজনেই নাকি তাদের খেলার ধরণ নিয়ে বেশ ওয়াকিবহাল। অর্থাৎ ম্যাচের আগে তাদের আলোচনার প্রয়োজন পড়ে না। কারণ অভিষেক এবং গিল নাকি জানেন কোন সময়ে তারা কেমন খেলবেন। সেভাবেই যে তারা অনুর্ধ্ব-১২ ক্রিকেট থেকে নিজেদের তৈরি করেছেন।
অভিষেক শর্মা ম্যাচ শেষে সূর্যকুমার যাদবকে জানিয়েছেন, “অনুর্ধ্ব-১২ ক্রিকেট খেলার সময় আমরা যেমনটা করতাম, সেটাই কিন্তু এখনও করে চলেছি। খেলার মাঝে নিজেদের মধ্যে আলোচনা। আমরা দুজনই দুজনকে বেশ ভালোভাবে বুঝি। আমি খুব ভালোভাবে জানি যে কখন কী শট গিল খেলবেন। আবারও শুভমনও আমার ব্যপারটা জানে। আমাদের বোঝাপড়াটা বেশ ভালো। দুজনের চোখের ঈশারাটাই যথেষ্ট আমাদের জন্য”।
পকিস্তানের বিরুদ্ধে মাত্র ৯ ওভরে সেঞ্চুরি পার্টনারশিপ তৈরি করেছিলেন শুভমন গিল এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাদের হাত ধরেই তৈরি হয়েছিল ভারতীয় দলের জয়ের রাস্তাটা। শাহিন আফ্রিদি থেকে হারিস রওফ, অসহায়ের মতো আত্মসমর্পণ করতে হয়েছিল তাদের বিরুদ্ধে। সেখানেই বিধ্বংসী ফর্মে ছিলেন অভিষেক শর্মা।
৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। সেখানেই তাঁর ইনিংসটি সাজানো ছিল বাউন্ডারি ও ওভার বাউন্ডারি দিয়ে। শুভমন গিলও ছিলেন খোশ মেজাজেই। শাহিন আফ্রিদিকে এখ ওভারেই কার্যত বিধ্বস্ত করেছিলেন তিনি।
অবশেষে দুই তারকার এমন সাফল্যের কাহিনী নিজেই ফাঁস করে দিলেন অভিষেক শর্মা। এবার ফাইনালেও তারা পারে কিনা সেটাই দেখার।







