শনিবার যুবভারতীতে শিল্ড ফাইনালে(IFA Shield) ডার্বি(Derby)। তার আগেই নিরাপত্তা নিয়ে সাফ কথা বিধাননগর পুলিশের(Bidhannagar Police)। ব্যক্তিগত গাড়িতে নয়, টিম বাসে এলে তবেই নিরাপত্তা দেবে পুলিশ। কোনওরকম ব্যক্তগত গাড়িতে আসতে পারবেন না ফুটবলাররা। কিশোরভারতীর ঘটনার পর এটা যে মোহনবাগানের(Mohunbagan) উদ্দেশ্যেই বার্তা তা বেশ স্পষ্ট। বৃহস্পতিবার বিধাননগর পুলিশের(Bidhannagar) সঙ্গে দীর্ঘ বৈঠক হয় আইএফএ(IFA) কর্তাদের। সেখানেই নিরাপত্তার বিষয়ে দলকে টিম বাসেই আসার কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। তেমনটা না হলে তাদের পক্ষে যে নিরাপত্তা দেওয়া সম্ভব হবেনা তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবারের শিল্ডে(ifa shield) বাসে নয় আলাদা গাড়িতেই আসছে মোহনবাগানের ফুটবলাররা। পুলিশকে কিশোরভারতীর ঝামেলার কথা আইএফএ(IFA) সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta) জানিয়েওছে। সেখানে তারা যে বাস দিতে চেয়েছিল এবং মোহনবাগান(Mohunbagan) নিতে চায়নি সেই কথাও আইএফএ স্পষ্ট করে দিয়েছে। আর তারপরই পুলিশের এমন সিদ্ধান্ত। নিরাপত্তা নিয়ে মোহনবাগান প্রশ্ন তুললেও, এবার পুলিশের নির্দেশ যে তাদের মানতেই হবে তা বলার অপেক্ষা রাখে না। কার্।যত ঝামেলা এড়াতেই এমন বার্তা।
কিশোরভারতী স্টেডিয়ামে মোহনবাগান(Mohunbagan) বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচ শেষে হঠাত্ই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিশেষ করে মোহনবাগান ফুটবলার দিমিত্রি পেত্রাতস বেড়নোর সময় তাঁর গাড়ি ঘিরে ধরেন মোহনবাগান সমর্থকরা(Mohunbagan Supporters)। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে শেষপর্যন্ত পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছিল। এমন পরিস্থিতির পরই মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে আইএফএ-কে(IFA) চিঠি দিয়ে পরিস্থিতি এবং নিরাপত্তা বিষয়ক কথা জানানো হয়। পর্যাপ্ত নিয়াপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। যদিও আইএফএ-ও স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের কথা।
এই সময়ই প্রশ্ন ওঠে যে মোহনবাগান কেন গাড়িতে, টিম বাসে আসেনি মাঠে। তখনই জানা যায় যে আইএফএ-র(IFA) তরফে থেকে বাসের কথা বলা হলেও মোহনবাগান(Mohunbagan) নাকি সেই বাস নিতে চায়নি। তারা নিজেরাই গাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছিল। আইএফএ-কে চিঠি দেওয়া হলেও, আইএএফএ সচিব অনির্বাণ দত্তের(Anirban Dutta) স্পষ্ট বার্তা তরা বাস দিতে চেয়েছিল কিন্তু মোহনবাগান তা নেয়নি। তবে ডার্বির দিন আর তেমনটা হয়ত করতে পারবে না মোহনাবাগান সুপারজায়ান্ট। কারণ এবার পুলিশও সাফ জানিয়ে দিয়েছে বাসে এলে তবেই মিলবে নিরাপত্তা।
এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta) জানিয়েছেন, “আমরা বাসের কথা বলেছিলাম, মোহনবাগানই বলেছে গাড়ি করে আসবে। সেদিন একটা যেহেতু ঝামেলা হয়েছিল, সেই কারণে ওরা ওদের কনসার্নটা আমাদের জানিয়েছিল সেই মতো ব্যবস্থা নিচ্ছি। আমরা বৃহস্পতিবার বিধানগর পুলিশের সঙ্গে বৈঠক করেছি। ওরা আমাদের বলে দিয়েছে যাতে টিম বাসে। নইলে আমরা কোনওরকম দায়িত্ব নেব না। আর বাকিটা ওরা পরিকল্পনা করছে। আমরা ওদের জানিয়ে দিয়েছি সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে, সেই মতোই পরিকল্পনা করে আমাদের এগোতে হবে। যাতে কোনওরকম কোনও ঝামেলা না হয়”।
প্রতিদিনই মোহনবাগানের(Mohunbagan) বিরুদ্ধে চলছে স্লোগান। ম্যাচ বয়কটের ডাক দিয়ে প্রতিবাদে সরব হয়েছে মোহনবাগান সমর্থকরা। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







