সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল টি-২০ লিগ থেকে খালি হাতে ফিরছেন রবিচন্দ্রন অশ্বিন। কোনও দল তাকে কিনল না! অভিজ্ঞ এই ভারতীয় স্পিনারের ন্যুনতম মূল্য ছিল ১ কোটি টাকা। নিলামে যা ছিল সবচেয়ে বেশি। অশ্বিন নিজেই নিজের বেস-প্রাইস ঠিক করেছিলেন।
কিন্তু কোনও দলই পেলেন না তিনি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের পর বিদেশের লিগে খেলতে চাইছেন তিনি। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহী থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। একই অবস্থা হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন পেসার জেমস অ্যান্ডারসন ও পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমিরের। তাঁদেরও কোনও দল কেনেনি।
এখনও পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৩৩৩টি ম্যাচ খেলেছেন অশ্বিন। তাতে ৩১৭ উইকেট নিয়েছেন। রান করেছেন ১২৩৩। আইপিএলে পাঁচ দলের হয়ে মোট ২২১ ম্যাচ খেলেছেন অশ্বিন। ১৮৭ উইকেট নিয়েছেন তিনি। এত অভিজ্ঞতার পরেও আমিরশাহির লিগে দল পেলেন না অশ্বিন।
চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন অশ্বিন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলেছেন। তবে এর পরও অশ্বিনের বিদেশের টি-২০ লিগে খেলা আটকাচ্ছে না। কারণ এর আগেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার কিনেছে অশ্বিনকে। আমিরশাহির লিগে অশ্বিনকে কেউ না কেনায় মুখে হাসি ফুটবে সিডনির দলের। কারণ, এবার অশ্বিনকে বিগ ব্যাশে পুরো টুর্নামেন্টে পাবে সিডনি থান্ডার্স।