নভেম্বরে লিওনেল মেসির নেতৃত্বে কেরলে খেলতে আসা আর্জেন্টিনার ফিফা ফ্রেন্ডলিতে প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়ার জাতীয় দল! এই খবর জানিয়েছে এশিয়ানেট নিউজ (Asianet News)
কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে এই খবর জানানো হয়নি। কেরলের রাজ্য ক্রীড়ামন্ত্রকও সরকারিভাবে জানায়নি যে, মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই হচ্ছে।
নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত ‘আর্ন্তজাতিক বিরতি’ অনুমোদন করেছে ফিফা (Fifa)। এশিয়ানেট নিউজকে একটি সূত্র জানিয়েছে, কেরলে ফিফা ফ্রেন্ডলি হলে নভেম্বরের ১০ থেকে ১৮-র মধ্যে হবে।
আর্জেন্টিনার একজন সাপোর্ট স্টাফ বুধবার কোচিতে পৌঁছবেন ভেন্যু পরিদর্শনের জন্য। কেরলে বিশ্বচ্যাম্পিয়নদের সফর ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। চলতি বছরের আগস্টের শুরুতে শোনা গিয়েছিল, আর্জেন্টিনা নাকি আসবে না। তবে মাসের শেষেই সেই জল্পনা কাটিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) ঘোষণা করে, নভেম্বরে ভারতের কেরলে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (AFA) সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, ‘আর্জেন্টিনা জাতীয় দল, লিওনেল স্কালোনির নেতৃত্বে, ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়টি নভেম্বরে, ১০ থেকে ১৮ তারিখের মধ্যে, আঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরলে আয়োজিত হবে।
এরপরও একটি প্রশ্ন থেকে যাচ্ছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিকাংশ ফুটবলার এখন ইউরোপে লিগ খেলতে ব্যস্ত। মেসিও মেজর লিগ সকার খেলছেন। সেক্ষেত্রে, কেরলে এই ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী দলের কতজন সদস্যকে পাওয়া যাবে বলা যাচ্ছে না।
তবে নিশ্চিত হয়েছে ম্যাচটি জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে। আইএসএলে কেরল ব্লাস্টার্সের হোম ম্যাচ যে মাঠে অনুষ্ঠিত হয়।