১৪ বছর পর আবার সিনিয়র জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলার মেয়েরা। সোমবার ছত্তিশগড় নারায়নপুর রামকৃষ্ণ মিশনের মাঠে শেষ চারের লড়াইয়ে উত্তর প্রদেশকে ২-১ গোলে হারাল বাংলা।
বাংলার হয়ে ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুলঞ্জনা রাউল। প্রথমার্ধের শেষার্ধ্বে বাংলার হয়ে ব্যবধান বাড়ান রীম্পা হালদার। দ্বিতীয়ার্ধ্বে দুটো হলুদ কার্ড দেখে ৬৩ মিনিটে মাঠ ছাড়তে হয় বাংলার অধিনায়িকা, অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার সঙ্গীতা বাসফোরকে। আগামী বুধবার বাংলা ফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে মনিপুরের।
বাংলার কোচ দোলা মুখার্জি তীব্র সমালোচনা করলেন ম্যাচ পরিচালনা করা তামিলনাড়ুর রেফারির। নারায়ণপুর থেকে ফোনে তার বক্তব্য, “কোনও কারণ ছাড়াই আমাদের বিরুদ্ধে দুটো পেনাল্টি দেওয়া হল। সঙ্গীতাকেও অকারণে দুটো হলুদ কার্ড দিয়ে ফাইনাল থেকে ছিটকে দেওয়া হল। তারপরেও মেয়েরা হাল ছাড়েনি। গোলকিপার অদৃজাকে আলাদাভাবে ধন্যবাদ দেব একটি পেনাল্টি বাঁচানোর জন্য।” ম্যাচ-কমিশনারকে রেফারিং নিয়ে অভিযোগও জানানো হয়েছে।
ফাইনালের প্রতিপক্ষ নিয়ে দোলা বলছেন, “মণিপুর সবসময়ই শক্তিশালী দল। টিম-গেম খেলে। ওদের বোঝাপড়া নজরকাড়ার মত। তাই ম্যাচটা কঠিন। তার ওপর সঙ্গীতাকে পাচ্ছি না। দেখা যাক।”







