এশিয়ান কাপে(Asian Cup) ভারতীয় দলের খেলার আশা প্রায় শেষ। এই মুহূর্তে চলছে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া। খারাপ পারফর্ম্যান্সের জন্য সুনীল ছেত্রীর(Sunil Chetri) বিরুদ্ধেও শুরু হয়েছে সমালোচনা। এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা ফুটবলার বাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia)। সুনীল ছেত্রীর(Sunil Chetri) অবসর ভেঙে ফিরে আসাটা ভুল সিদ্ধান্ত বলেই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে। একইসঙ্গে গুরপ্রীত সিং সান্ধুকেও(Gurpreet Singh Sandhu) ভারতীয় দল থেকে অবসরের বার্তা দিচ্ছেন বাইচুং ভূটিয়া(Baichung Bhutia)।
শেষম্যাচে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে বিশ্রীভাবে হেরেছে ভারতীয় দল। আর তাতেই ভারতের এবারের মতো কার্যত এশিয়ান কাপে(Asian Cup) খেলার আশাও শেষ। সুনীল ছেত্রী(Sunil Chetri) ফিরলেও দেশের জার্সিতে তাঁর পুরনো ফর্মে ফিরতে পারেননি ছেত্রী। চলতি বছরের মার্চ মাসে শেষবার গোল পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ফুটবলার সুনীল ছেত্রী(Sunil Chetri)। এরপর থেকে তাঁর ঝুলি ফাঁকা। এমন পরিস্থিতিতে বাইচুং ভূটিয়ার পরামর্শ ভারতীয় দল থেকে তাঁর সরে যাওয়ারই।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia) জানিয়েছেন, “সুনীল ছেত্রীর এবার ভাবা উচিৎ। তাঁর কেরিয়ার সত্যিই অসাধারণ ছিল। সেইসঙ্গে তাঁর পারফরম্যান্সও ভালো ছিল। কিন্তু অবসর ভেঙে ফের ফিরে আসাটাই আমার মতে সুনীলের সবচেয়ে বড় ভুল হয়েছে। এই কথাটা আমি আগেও একবার বলেছিলাম। আমার মতে এবার সুনীল, গুরপ্রীতদের মতো সিনিয়র ফুটবলারদের সরে যাওয়াটাই উচিৎ। ভারতীয় ফুটবলকে তারা যথেষ্ট সেবা করেছেন। এবার পরবর্তী প্রজন্মকে সুযোগ দেওয়া উচিৎ”।
মানোলো মার্কুয়েজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরই সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ফেরানোর কাজটা শুরু করেছিলেন। ফেডারেশনের সঙ্গে কথাবার্তা বলার পরই ফের সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে ফিরিয়ে আনে ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু এই প্রত্যবর্তনটা একেবারেই মধুর হয়নি। সময় যত এগিয়েছে সুনীল ছেত্রীকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তাঁর পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
একইসঙ্গে গুরপ্রীত সিং সান্ধুকে নিয়েও উঠছে নানান প্রশ্ন। সম্প্রতি একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না তিনি। বরং বারবারই তাঁর ভুলের খেসারত দিতে দেখা গিয়েছে মেন ইন ব্লুজ ব্রিগেডকে। এবার সেই দুই তারকার জন্যই প্রাক্তন ভারতীয় অধিনায়কের বিশেষ বার্তা। তাদের সময় এখন শেষ হয়েছে। এবার তাদের নিজেদের জায়গা ছেড়ে দেওয়া উচিৎ বলেই মনে করছেন বাইচুং ভূটিয়া।







