শনিবার থেকে শুরু হচ্ছে সুপার কাপ(Super Cup)। আর তার আগেই সমর্থকদের মধ্যে কনফউইশন। কোথায় দেখবেন তারা তাদের প্রিয় দলের ম্যাচ। বিশেষ করে ইস্টবেঙ্গল(Eastbengal) সমর্থকদের চিন্তাটাই ছিল সবচেয়ে বেশি। একে তো গোয়ায় যাওয়ার পর থেকেই ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্ট ফেডারেশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং অসহযোগিতার অভিযোগ করছিল। সেইসঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখানো নিয়ে দেখা দিয়েছিল ঘোর অনিশ্চয়তা। কারণ একমাত্র ফতোরদা স্টেডিয়ামের ম্যাচই নাকি দেখানো হবে। আর ইস্টবেঙ্গলের ম্যাচ সেখানেই নেই। ফতোরদাতে খেলবে মোহনবাগান(Mohunbagan)। শেষপর্যন্ত অবশ্য ইস্টবেঙ্গলের(Eastbengal) ম্যাচ দেখানোর কথা জানিয়েছেন ফেডারেশন। ইন্ডিয়ান ফুটবলের ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান ফুটবল টিমে দেখানো হবে ইস্টবেঙ্গলের ম্যাচ।
এরপর থেকেই যে চাপোন উতোরটা বাড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ফেডারেশনের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে অসহযোগিতার এবং পক্ষপাতিত্বের অভিযোগ করছিল সেটাই প্রকট হয়ে উঠছিল। কারণ মোহনবাগানের ম্যাচ দেখানো হলেও, লাল-হলুদ জনতা বঞ্চিত থাকছিল তাদের প্রিয় দলের ম্যাচ দেখানো থেকে। শেষপর্যন্ত ভারতীয় ফুটবলের যে অফিশিয়ান ইউটিউব চ্যানেল সেখানেই দেখানো হবে ইস্টবেঙ্গলের ম্যাচও। কিন্তু ফেডারেশনের বিরুদ্ধে বিতর্ক অবশ্য থামছে না। কার্যত একটা কনফিউশনই তৈরি হচ্ছিল।
একটাই প্রতিযোগিতা। কিন্তু দেখানো হচ্ছে দুটো আলাদা মাধ্যমে। ফেডারেশনের এমন সিদ্ধান্ত কেন, সেটাও অনেকে বুঝতে পারছে না। বিশেষ করে দুটো ভিন্ন মাধ্যম হওয়ার ফলে সমর্থকদের মধ্যে সংশয়টাও বেড়ে গিয়েছে। যদিও শেষপর্যন্ত ব্যপারটা পরিস্কার হয়ে গিয়েছে। তবে ফেডারেশনের ব্যবস্থাপনা নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। একই প্রতিযোগিতা, কিন্তু একেক দলের ম্যাচ একেক মাধ্যমে দেখানো হচ্ছে।






