মাঝে আর একটা রাত। এরপরই ডার্বির(Kolkata Derby) মহারণ। সেখানেই শেষ মুহূর্তের দল গোছাতে ব্যস্ত দুই শিবির। মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে সেটপিসেই সবচেয়ে বেশি জোর দিলেন ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। তবে কী মোহনবাগানের বিরুদ্ধে হিরোশির(Hiroshi Ibusuki) উচ্চতার অ্যাডভান্টেজ নিতে চাইছেন অস্কার(Oscar Bruzon)। তেমনটা হলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। কারণ হিরোশিকে(Hiroshi Ibusuki) তো পিটার ক্রাউচের সঙ্গে তুলনা করা হয়। শটের পাশাপাশি তাঁর হেডের যথেষ্ট সাফল্য রয়েছে।

এই ডার্বি(Kolkata Derby) দিয়েই ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হতে চলেছে জাপানিজ তারকা হিরোসি ইবুসুকির(Hiroshi Ibusuki)। তবে প্রথম থেকেই অস্কার তাঁকে খেলাবেন কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু রয়েই যাচ্ছে। সূত্রের খবর হামিদ এবং হিরোশির মধ্যে কাকে প্রথম একাদশে রাখবেন তা নিয়েই নাকি খানিকটা হিসাব কষছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ বস। এছাড়া প্রথম একাদশে খুব একটা পরিবর্তন বোধহয় আনতে চাইছেন না অস্কার।
গত ম্যাচেই ইস্টবেঙ্গলের(Eastbengal) গোলে খেলেছিলেন প্রভসুখন গিল(Prabhsukhan Gill)। ডার্বিতেও তিনিই থাকছেন অস্কারের(Oscar Bruzon) প্রথম একাদশে। ফিরে এসেছেন আনোয়ার আলি(Anwar Ali)। অর্থাৎ তিনি এবং লালচুঁলুঙ্গা থাকছেন শুরু থেকেই। এছাড়া তাদের সঙ্গে ডিফেন্সে থাকছেন কেভিন(Kevin)।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে রশিদই(Mohammed Rashid) যে ডার্বিতেও অস্কারের প্রথম পছন্দ তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া নাওরেম মহেশ তো রয়েছেনই উইংয়ে। কিন্তু সকলের কৌতূহল একটা বিষয় নিয়েই। হিরোশি কী খেলবেন প্রথম একাদশে। সেই সম্ভাবনাও কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার তিনটি দল করে অস্কার খেলিয়েছিলেন, সেখানে হিরোশি ইবুসুকির দিকেই ছিল প্রধান নজর।
তবে এটা ডার্বির মঞ্চ। অনেকটাই সাবধানে পা ফেলতে চাইছেন অস্কার ব্রুজোঁ। আপাতত হিরোশি এবং হামিদকে নিয়েই চলছে হিসাব নিকাশ।
ডার্বির আগের দিন অবশ্য ফুটবলারদের হাল্কা প্রস্তুতিতেই রেখেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। সব মিলিয়ে আধ ঘন্টা মতো অনুশীলন হয় তাদের। তবে এদিন বেশীরভাগ সময়টাই সেটপিস প্রস্তুতির ওপর জোর দেন তিনি। হয়ত হিরোশির কথা মাথায় রেখেই এমন নতুন ছক কষছেন লাল-হলুদ স্প্যানিশ কোচ।