দুর্গা পুজোয়(Durga Puja) ঘোরাফেরায় বিধি নিষেধ ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলারদের। বিশেষ করে বিদেশি ও নতুন ফুটবলারদের ওপরই এই বিধি নিষেধ দেওয়া হয়ছে। পুজোয় জোয়ারে গা ভাসাবে গোটা শহর। সেখানেই দেদার ঘুরে বেড়াতে পারবেন না ইস্টবেঙ্গল(Eastbengal) ফুটবলাররা। অর্থাৎ বাঙালি ফুটবলার সৌভিকদেরও(Souvik Chakrabarty) এবার পুজোয় দেদার ঘুরে বেড়ানো সম্ভব নয়। ইস্টবেঙ্গলের ফুটবলারদের পুজোতে গতি বিধিও নাকি বেধে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে। বিশেষ করে বিদেশি এবং নতুন ফুটবলার, যারা প্রথমবার পুজো দেখবে, তাদের জন্যই এই নিয়ম। বেশিরভাগ বিদেশি এবং নতুন ফুটবলাররা রয়েছেন নিউ টাউনেই। সেই কথা মাথায় রেখেই নিউটাউন এবং সল্টলেকের আশেপাশেই পুজোয় ঘোরাফেরার ছাড় দেওয়া হয়েছে।
শোনা যাচ্ছে কলকাতার ভিড়ের কথা মাথায় রেখেই নাকি বিশেষ করে বিদেশি ফুটবলারদের ঘোরা ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কলকাতার পার্কস্ট্রিটে তাদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে ইস্টবেঙ্গল ফুটবলাররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাতে পারবেন।
গতবারের মতো এবারও পুজোর মধ্যে ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতি চলবে। শোনাযাচ্ছে সপ্তমি পর্যন্ত নাকি কোচ অস্কার ব্রুজোঁ ইস্টবেঙ্গলের অনুশীলনের সূচি রেখেছেন। কারণ পুজো মিটলেই সামনে রয়েছে সুপার কাপ এবং আইএফএ শিল্ড। সেই কারণেই দলকে বেশি দি বিশ্রাম দিতে নারাজ লাল-হলুদ শিবিরের হেডস্যার। অষ্টমী, নবমী এবং দশমিই ছুটি দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের।
অন্যদিকে বুধবার রাজডাঙায় পুজো উদ্বোধনে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। লাল-হলুদ ফুটবলারদের হাত দিয়েই হল সেই পুজোর উদ্বোধন। তবে এতকিছুর মধ্যেও লাল-হলুদের তারকা ফুটবলারদের কিন্তু কলকাতায় যাওয়ার ছাড় নেই।







