দুর্ধর্ষ রবসন রোবিনহো(Robson Robinho)। গোল করলেন, এবং গোল করালেনও। আইএফএ শিল্ডের(IFA Shield) প্রথম ম্যাচে গোকুলাম এফসিক ৫-১ গোলে উড়িয়ে যাত্রা শুরু করল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত ছিল মোহনবাগানের দাপট। সেখানেই জোড়া গোল জেমি ম্যাকলারেন(Jamie Maclaren) এবং অ্যালবার্তো রডরিগেজের(Alberto Rodriguez)। আর বেশিরভাগ গোলেরই নেপথ্য নায়ক ব্রাজিলিয়ান তারকা রবসন রোবিনহো(Robson Robinho)।
ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল মোহনবাগানের(MBSG)। অ্যালবার্তো রডরিগেজের(Alberto Rodriguez) পা থেকেই আসে প্রথম সাফল্যটা। এর কিছুক্ষণের মধ্যেই ফের আক্রমণ। রবসন রবোনিহোর(Robson Robinho) সাজানো বল, সেখানেই জেমি ম্যাকলরেনের দুর্ধর্ষ ভলি। ২৭ মিনিটের মধ্যেই ২ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু তাদের আক্রমণের ঝাঁঝ একেবারেই কমেনি।
রবসনের(Robson Robinho) একের পর এক বাড়ানো দুরন্ত পাস, তবে কিয়ান, মনবীর(Manvir Singh), ম্যাকলারেনরা(Jamie Maclaren) তা কাজে লাগাতে পারেনি। সেগুলো গোল হলে যে প্রথমার্ধেই মোহনবাগান(MBSG) ব্যাবধানটা বাড়িয়ে নিতে পারত তা বলার অপেক্ষা রাখে না। বিরতির পর কিছুক্ষণ গোকুলামের দাপট। তবে সেটা ছিল প্রথম দশ মিনিট। ফের মাঠে শুরু সবুজ-মেরুন ঝড়। তারই মধ্যে অবশ্য আপুইয়ার আত্মঘাতী গোলে ব্যবধান কমায় গোকুলাম। কিন্তু সেই সুখ তাদের বেশিক্ষণ ছিল না।
রক্ষণের পাশাপাশি আক্রমণেও এদিন বিধ্বংসী ফর্মে ছিলেন রডরিগেজ। তাঁর গোলেই বিরতিরও এগিয়ে যায় মোহনবাগান। এর কিছুক্ষণের মধ্যে অবশেষে সাফল্য রবসন রোবিনহোর। একের পর এক গোল করানোর পরে দুরন্ত শটে গোল পেলেন ব্রাজিলিয় তারকা। এরপর থেকে আর গোকুলাম ম্যাচে ফেরার কোনওরকম সুযোগই পায়নি।
একটা দুটো আক্রমণ তারা চালিয়েছিল ঠিকই, কিন্তু তা গোল করার জন্য যথেষ্ট ছিল না। বারবারই মোহনবাগানের রক্ষণের পাঁচিলের কাছে আটকে যেতে হয় গোকুলাম ফুটবলারদের। বরং ৭৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করে পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ করে দেন ম্যাকলারেন। ম্যাচের একেবারে শেষ লগ্নে গোকুলাম একটা সুযোগ পেয়েছিল ঠিকই, কিন্তু সেই অ্যালবার্তো রডরিগেজের কাছেই আটকে যায় গোকুলাম। এরপর মাসুদ কর্ণার থেকে চেষ্টা করলেও সেটাও ব্যর্থ। এরপরই রেফারির ফাইনাল বাঁশি। শিল্ডের শুরুটা যে মোহনবাগান বেশ ভালোভাবেই করল তা বলার অপেক্ষা রাখে না।







