আগামী ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামতে চলেছে ভারতীয় দল(India Team)। দিল্লিতে এই টেস্ট জিততে পারলেই ক্যারিবিয়ান ব্রিগেডকে হোয়াইট ওয়াশ করতে পারবে টিম ইন্ডিয়া। তার আগেই ভারতীয় দলের ক্রিকেচটারদের নিজের বাস ভবনে নৈশভোজের আমন্ত্রণ কোচ গৌতম গম্ভীরের। শোনা যাচ্ছে আগামী বুধবারই নাকি গৌতম গম্ভীরের(Gautam Gambhir) বাসভবনে যাচ্ছেন শুভমন গিল(Shubman Gill) সহ টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রথম টেস্ট জিতে গেছে ভারতীয় দল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটার থেকে বোলাররা। এক ইনিংস ও ১৪০ রানে জিতেছিল ভারত। এবার দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে তার আগে ক্রিকেটারদের টিম বন্ডিং সেশনের ওপরই জোর দিচ্ছে ভারতীয় দলের হেড স্যার।
ওয়েস্ট ইন্ডিজের পরই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে ভারতীয় দলের ক্রিকেটাররা। এই দলের অনেকেই রয়েছেন সেই দলে। বিশেষ করে শুভমন গিলের ওপর গুরু দায়িত্ব উঠেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই আবার ওডিআই অধিনায়ক হিসাবে যাত্রা শুরু করবেন তিনি। তার আগেই দলের প্রত্যেকের মধ্যে একটা ভালো টিম বন্ডিং সেশন তৈরি করতে চাইছেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। শোনাযাচ্ছে তাঁর বাস ভবনের বাগানেই নাকি এই গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছে।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১-০ ফলাফলে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।