রোহিত শর্মার(Rohit Sharma) উদ্দেশ্যে অবসরের বার্তা গম্ভীরের! দ্বিতীয় ম্যাচ শেষে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) এই একটা মন্তব্যই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। না এখনই রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার খবর নেই। আর গম্ভীরের সেই মন্তব্যও ছিল একেবারেই মজা করে। রোহিত শর্মা যখন ম্যাচ শেষে বেড়োচ্ছিলেন সেই সময়ই গম্ভীরের(Gautam Gambhir) মুখে শোনা যায় রোহিতকে উদ্দেশ্য করে ফেয়ারওয়েল ম্যাচের কথা বলা। সেই ভিডিও ভাইরাল হতেই চর্চা তুঙ্গে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ওডিআই সিরিজেই ফের দেশের জার্সিতে মাঠে নেমেছেন রোহিত শর্মা(Rohit Sharma)। প্রথম ম্যাচে সেভাবে সফল হতে না পারলেও, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিকও রোহিত শর্মাই(Rohit Sharma)। ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান। সেই রোহিত শর্মাকেই গম্ভীরের(Gautam Gambhir) ফেয়ারওয়েলের কথা!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২ উইকেটে হেরেছিল ভারত। ম্যাচ শেষে ভারতীয় দল যখন স্টেডিয়াম থেকে বেড়োচ্ছে সেই সময়ই রোহিতের উদ্দেশ্যে গৌতম গম্ভীরের বার্তা। খানিকটা ইয়ার্কির সুরেই গৌতম গম্ভীর বলেন, “রোহিত সকলের মনে হচ্ছিল আজ বোধহয় তোমার ফেয়ারওয়েল ম্যাচ। আরে ছবি তো লাগিয়ে দাও অন্তত”।
আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে সর্বোচ্চ রান যেমন রোহিত শর্মা করেছেন, তেমনই এই পারফরম্যান্স তাঁর আগামী বিশ্বকাপ খেলার ক্ষেত্রেও রাস্তা খানিকটা প্রশস্ত করেছে। তৃতীয় ওডিআইতেও রোহিত শর্মা তাঁর পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







