এসে গেছে দুর্গা পুজো(Durga Puja)। গোটা বাংলা জুড়ে পুজোর আবহে গা ভাসিয়েছে ৯ থেকে ৯০ সকলেই। কলকাতার একের পর এক বড় পুজো প্যান্ডেলে নানান চমক। সেখানেই সকলকে চমকে দিয়ে সুরুচি সংঘের (Suruchi Sangha) পুজোয় বিশেষ অতিথি বিশ্বকাপ জয়ী তারকা হরভজন সিং (Harbhajan Singh)। বাংলার দুর্গা পুজো এখন ইউনেস্কো হেরিটেজ। দুর্গা পুজোকে ঘিরে গোটা রাজ্যবাসী এই সময় মাতোয়ারা হয়। শুধু রাজ্যই, গোটা দেশে ছড়িয়ে পড়েছে দুর্গা পুজোর (Durga Puja) উৎসব। তারই শরিক হতে পেরে আপ্লুত হরভজন সিং। কলকাতা শহর যে তাঁরও সেটাও শোনা গেল আবেগতাড়িত হরভজনের গলা থেকে।
সুরুচি সংঘের পুজো মানেই সেখানে সেলিব্রিটিদের ভিড়। সেই পুজোর অন্যতম আকর্ষণই হল সেলিব্রিটি। দুর্গা পুজো শুরু হতে এখনও কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগেই সুরুচির পুজোয় অতিথি হরভজন সিং (Harbhajan Singh)। তাঁকে ঘিরেই এদিন সুরুচি সংঘে ছিল হৈচৈ। বাংলার দুর্গা পুজোর এই উৎসবে গা ভাসাতে চান সকলেও। সেই কারণেই তো অরূপ বিশ্বাসের (Arup Biswas) ডাকে কলকাতায় না এসে থাকতে পারেননি তিনি।
হরভজন সিং (Harbhajan Singh) এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমি যে এমন একটা উৎসব উপলক্ষে এখানে আসতে পেরেছি, সেই কারণে সবচেয়ে বেশি কৃতজ্ঞ মা দুর্গার কাছে। এচাড়া ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের তরফ থেকে বহু সম্মান এবং আতিথেয়তা পেয়েছি আমি। এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান বলে মনে হচ্ছে। কলকাতায় যখনই আসি সেইসময় অসংখ্য ভালোবাসা পাই। এখানেও মা দুর্গার কাছে একটাই প্রার্থণা যে তিনি যেন সকলের ওপরই তাঁর কৃপা রাখেন”।
ভারতীয় দলের হয়ে বহু সাফল্য রয়েছে ভাজ্জির ঝুলিতে। আর তার বেশিরভাগটাই পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে। প্রিয় দাদি বরাবরই তাঁর কাছে সবচেয়ে প্রিয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে এসে আপ্লুত হরভজন সিং (Harbhajan Singh)। এই ইডেন গার্ডেন্স থেকেই তো তাঁর সাফল্যের রাস্তায় হাঁটা। কোনওদিনই খালি হাতে ফেরেননি ইডেন। সেই শহরে এসে তিনি যে আবেগতাড়িত হবে সেটাই তো স্বাভাবিক।
হরভজন সিং বলছিলেন, “দাদা আমার কাছে একেবারে বড় ভাইয়ের মতো। তাঁকে নিয়ে যখনই কিছু বলতে যাই বলতেই হয় এই কথা গুলো। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন কাউকে পাশে খুব প্রয়োজন হয়। আমার কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গা কতটা ওপরে তা হয়ত বলে বোঝাতে পারব না। তাঁর শহরেই এবার এসেছি। তবে এই শহরটা কিন্তু আমারও। কারণ ইডেনই তো আমায় হরভজন তৈরি করেছে”।
কলকাতার প্রতি বারবরই একটা আলাদা টান রয়েছে হরভজন সিংয়ের। এবার সেই কলকাতার দুর্গা পুজোর অংশ হয়েছেন তিনি। খুশিটা যে এখন দ্বিগুন তা বলাই বাহুল্য।







