আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই শহরে পা রাখতে চলেছেন ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি হিরোশি ইবুসুক(Hiroshi Ibusuki)। লক্ষ্মী পুজোর পরই কলকাতায় পৌঁছচ্ছেন লাল-হলুদের(Eastbengal) জাপানিজ তারকা ফুটবলার হিরোশি। শোনা যাচ্ছে তাঁর ভিসা সমস্যা মেটার পথে। ইতিমধ্যেই সেই কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। পরিবার নিয়ে লক্ষ্মী পুজোর(Laxmi Puja) পরই কলকাতায় চলে আসছেন এই তারকা ফুটবলার। তাঁকে নিয়ে এখন থেকেই প্রহর গুনতে শুরু করেছে অসংখ্য লাল-হলুদ সমর্থকরা।
মাধি তালালকে(Madih Talal) ছাড়ার পরই সুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা। ইস্টবেঙ্গল(Eastbengal) কোন নতুন বিদেশি ফুটবলার নেবে। সেই সময় অবশ্য খুব একটা বেশি সময় নেয়নি ইস্টবেঙ্গল। অস্কারের তালিকা মতোই অস্ট্রেলিয়ার এ লিগ থেকে এই তারকা ফুটবলারকে তুলে নিয়েছিল লাল-হলুদ ম্যানেদমেন্ট। হিরোশির(Hiroshi Ibusuki) প্রোফাইল দেখে অনেকেই বেশ হতবাক হয়েছিল।
এ লিগে দাপিয়ে খেলেছেন হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki)। সেখানেই ম্যাকলরেন, অলড্রেডদের বিরুদ্ধে খেলা এবং গোলা করার বহু নজির রয়েছে তাঁর। সেই জাপানিজ ফুটবলারকে নেওয়ার পর থেকেই হৈচৈ পড়ে গিয়েছিল। একইসঙ্গে শুরু হয়ে গিয়েছিল তিনি কবে আসবেন তা নিয়ে নানন আলোচনা। অবশেষে আগামী সপ্তাহেই কলকাতায় পৌঁছতে চলেছেন এই তারকা জাপানি ফুটবলার।
তাঁর ভিসা পেতে দেরি হচ্ছিল। আসলে পরিবার নিয়ে শহরে আসবেন হিরোশি ইবুসুকি। সেইজন্যই ই-ভিসা নয়, পেপার ভিসারই আবেদন করা হয়েছিল। তাতেই খানিকটা সময়ে লেগে গিয়েছে। বিশেষ করে ছুটির মরসুম পড়ে যাওয়াতেই এমনটা হয়েছে। তবে কথাবার্তা হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতেই মিটতে চলেছে ভিসা সমস্যা এবং লক্ষ্মী পুজোর পরই শহরে আসতে চলেছেন হিরোশি ইবুসুকি।
পুজোর পরই হবে আইএফএ শিল্ড। তার মাঝেই অবশ্য চলে আসছেন তিনি। সেখানে অবশ্য হিরোশিকে খেলানো হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম নিশ্চয়তা নেই। তবে অস্কার ব্রুজোঁ তো সবসময়ই চমক দিতে ভালোবাসেন। বিশেষ করে ডার্বিতে মুখোমুখি হলে তাঁকে দলে দেখলে খুব একটা হয়ত এবাক হওয়ার মতো কিছুই থাকবে না।