শিল্ড(IFA Shield) ফাইনাল ডার্বি(Derby)। আর সেই ম্যাচ দিয়েই ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হতে চলেছেন হিরোশি ইবুসুকির(Hiroshi Ibusuki)। তাঁর আইটিসি হাতে পাওয়াটা ছিল সময়ের অপেক্ষা। বুধবারই এই তারকা জাপানিজ ফুটবলারকে শিল্ড(IFA Shield) এবং সুপার কাপের(Super Cup) জন্য রেজিস্ট্রেশন করিয়ে ফেলল ইস্টবেঙ্গল(Eastbengal)। শিল্ডের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। সেখানেই যে অস্কারের(Oscar Bruzon) প্রধান চমক হতে চলেছেন এই জাপানিজ তারকা ফুটবলার তা বলার অপেক্ষা রাখে না।
ইস্টবেঙ্গলের(Eastbengal) হয়ে প্রস্তুতি শুরু করে দিলেও গত ম্যাচে নামধারীর বিরুদ্ধে হিরোশিকে(Hiroshi Ibusuki) না নামানোরই সিদ্ধান্ত নিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্ট। তাঁকে রেজিস্টারই করানো হয়নি সেই সময়। কারণ তিনি যে অস্কারের(Oscar Bruzon) অন্যতম প্রধান অস্ত্র। এছাড়া নামধারীর খানিকটা রাফ ফুটবল খেলার ধরণ দেখেই এই জাপানি ফুটবলারকে তিনি খেলানোর কোনওরকম ঝুঁকি নিতে চাননি। তবে সেদিন ভিআইপি বক্সে বসে ইস্টবেঙ্গল বনাম নামধারী এফসি ম্যাচ দেখেছিলেন হিরোশি ইবুসুকি।
আগামী শনিবার ডার্বি(Derby)। মোহনবাগান(MBSG) জেতার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। মরসুমে ফের একটা ডার্বি। ইস্টবেঙ্গল(Eastbengal) যেমন ডার্বি জিতে শিল্ড(IFA Shield) চ্যাম্পিয়ন হতে মরিয়া। তেমনই মোহনবাগান আবার ডুরান্ডের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে রয়েছে। তবে অস্কার ব্রুজোঁ যে এখন থেকেই ছক কষতে শুরু করে দিয়েছেন তা বেশ স্পষ্ট।
বৃহস্পতিবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু করবে ইস্টবেঙ্গল(Eastbengal)। সেখানেই হিরোশিকে আরও ভালো ভাবে দেখে নিতে চাইবেম অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। হিরোশির(Hiroshi Ibusuki) স্কীল থেকে শট, পাসিং ফুটবল প্রথম দিন থেকেই নজর কেড়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। তবে তাঁর গতিটাই খানিকটা চিন্তায় রাখছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে যে সেদিকেই অস্কারের নজর তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার এ লিগে টম অলড্রেড, দিমিত্রি পেত্রাতোস থেকে জেমি ম্যাকলরেনদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে হিরোশির। তাদের বিরুদ্ধে দুরন্ত গোলও রয়েছে এই জাপানি ফুটবলারের। সেটাই যে এই ডার্বিতে অস্কার কাজে লাগাতে চাইবেন তা বলাই বাহুল্য। সেভাবেই তো ছকও কষছেন তিনি। এবার শুধুই লাল-হলুদ জার্সিজে হিরোশির মাঠে নামার অপেক্ষায় সকলে।







