বৃহস্পতিবার রাতেই শহরে চলে এসেছেন হিরোশি(Hiroshi Ibusuki)। কিন্তু দ্বিতীয় ম্যাচে কী নামবেন ইস্টবেঙ্গলের এই জাপানিজ তারকা ফুটবলার। শুক্রবারই হিরোসি ইবুসুকির(Hiroshi Ibusuki) মেডিক্যাল হয়ে গেল। সবকিছু ঠাকঠাক চললেই রবিবারের মধ্যেই এই জাপানিজ ফুটবলারের শিল্ডের জ্নয রেজিস্ট্রেশনও হয়ত করিয়ে নেবে লাল-হলুদ(Eastbengal) ম্যানেজমেন্ট। তবে সেটা অস্কার(Oscar Bruzon) তাঁকে প্রস্তুতিতে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দুদিনের ছুটি কাটিয়ে শনিবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়বে ইস্টবেঙ্গল(Eastbengal)। সেদিন থেকেই লাল-হলুদের প্রস্তুতিতে যোগ দেবেন হিরোশি ইবুসুকিও। সেখানেই তাঁকে দেখে নেওয়ার পর রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নেবেন অস্কার ব্রুজোঁ। দ্বিতীয় ম্যাচে নামধারীর বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। সেখানেই তাঁকে দেখা যায় কিনা তারই অপেক্ষায় সকলে।
৬ ফুট ৫ ইঞ্চির এই ফুটবলারকে নিয়ে এখন থেকেই ইস্টবেঙ্গল(Eastbengal) সমর্থকদের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। অস্ট্রেলিয়ার এ লিগে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেটাই যে এখানেও তাঁর পা থেকে দেখা যাবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে। শনিবারই ইস্টবেঙ্গলের হয়ে প্রথমবার অনুশীলনে নামবে হিরোশি ইবুসুকি(Hiroshi Ibusuki)।
শুক্রবার মেডিক্যাল হলেও এখনই তাঁর রেজিস্ট্রেশন করানো হয়নি। সূত্রের খবর ইস্টবেঙ্গল(Eastbengal) যোগ দিলেও এখনও পর্যন্ত কিন্তু এ লিগের ফুটবলারই হিরোশি ইবুসুকি। ফিফার ট্রান্সফার পদ্ধতি এখনও পর্যন্ত অবশ্য সম্পূর্ণ হয়নি। কোচের থেকে শিল্ডের(IFA Shield) জন্য এই ফুটবলারের রেজিস্ট্রেশনের গ্রীন সিগনাল পেলেই, ট্রান্সফারের কাজও সম্পূর্ণ করে ফেলবে লাল-হলুদ ব্রিগেড। কিছু অফিশিয়াল কাজই এখন বাকি রয়েছে।
প্রস্ন হল অস্কার কী তাঁকে নামধারীর বিরুদ্ধে ব্যবহার করবেন? কারণ কোনওরকম অঘটন না ঘটলে আগামী ১৮ অক্টোবর আইএফএ শিল্ডের ফাইনালে হতে চলেছে ডার্বি। আর সেখানে অস্কার যে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রকে ব্যবহার করতে চাইবে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সবটাই নির্ভর করছে শনিবারের প্রস্তুতির ওপর। এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।







