ভারতের(India Team) জয়টা ছিল এদিন সময়ের অপেক্ষা। মঙ্গলবার সকালে মাত্র দেড় ঘন্টার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে জয় তুলে নেন ভারতীয় দল। টেস্টের শেষ দিন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান। ক্রিজে ছিলেন কেএল রাহুল(KL Rahul)। তাঁর অর্শতরানে ভর করেই চূড়ান্ত সাফল্য ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটে জয়ের পাশাপাশি হোয়াইট ওয়াশটাও সম্পূর্ণ করে ফেলল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টটাও যে অনেকটা বাড়িয়ে ফেলল ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না। যদিও ম্যাচের নায়ক কুলদীপ যাদব(Kuldeep Yadav)। দুই ইনিংস মিলিয়ে কুলদীপের(Kuldeep Yadav) পারফরম্যান্সটাই যে ভারতের জয়ের নেপথ্যে প্রধান কারণ তা বলার অপেক্ষা রাখে না।
দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়েই দুরন্ত ফর্মে ছিলেন কুলদীপ যাদব(Kuldeep Yadav)। কার্যত ভারতীয় দলের এই ম্যাচ জয়ের অন্যতম নেপত্য কারিগড় কুলদীপ যাদবই। দুই ইনিংস মিলিয়ে তিনি একাই তুলে নিয়েছিলেন আট উইকেট। সেই কারণে ম্যাচের সেরাও হয়েছেন তিনিই। তবে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেও এই ইনিংসে কিন্তু বড় রান করতে ব্যর্থ অধিনায়ক শুভমন গিলও।
বল হাতে কুলদীপ যাদব(Kuldeep Yadav) একাই কাজটা করে দিয়েছিলেন। বাকিটা সামলে দেন কেএল রাহুল(KL Rahul)। চতুর্থ দিন থেকেই ক্রিজে ছিলেন এই তারকা ব্যাটার। পঞ্চম দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান সাই সুদর্শন(Sai Sudarshan)। কেএল রাহুলের সঙ্গে ক্রিজে থাকতে পারেননি শুভমন গিলও(Shubman Gill)। তিনি ফেরেন ১৩ রান করেই। তবে ভারতের জয় পেতে অবশ্য খুব একটা অসুবিধা হয়নি।
কেএল রাহুলের চওড়া ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। তবে ৯ উইকেটেই যদি এই ম্যাচ ভারতীয় দল জিততে পারত, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যে ভারতের পয়েন্ট আরও খানিকটা বেশি হত তা বলার অপেক্ষা রাখে না।







