ফিফা ক্রম তালিকায়(Fifa Ranking) ফের একধাপ নেমে গেল ভারতীয় ফুটবল দল। কয়েকদিন আগেই কাফা নেশনস লিগে(Kafa Natinons League) তৃতীয় স্থান পেয়েছিল মেন ইন ব্লুজ ব্রিগেড(Indian Football Team)। কিন্তু তাতেই ভাগ্য বদলালো না ভারতীয় দলের। সদ্য প্রকাশিত ফিফা ক্রম তালিকায়(Fifa Ranking) ১৩৩ থেকে এখন ১৩৪ নম্বরে নেমে গিয়েছে ভারতীয় ফুটবল দল। যদিও কোন হিসাবে এটা হল তা নিয়ে এখনও পর্যন্ত তা জানা যায়নি। কিন্তু ক্রম তালিকায় ক্রমশ পিছিয়ে পড়াটা যে ভারতীয় দলের কাছে একটা বড় ধাক্কা তা বলার অপেক্ষা রখে না।
কাফা নেশনস লিগের গেই ভারতীয় দলের(Indian Football Team) দায়িত্ব উঠেছিল নতুন কোচ খলিদ জামিলের কাঁধে। তিনি দায়িত্ব নেওয়ার পরই সকলকে চমকে দিয়েছিলেন। কার্যত তারকাবিহীন দল ঘোষণা করেছিলেন তিনি। আর সেই দলের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় ফুটবল ব্রিগেড। মেন ইন ব্লুজরা খালিদের হাত ধরে প্রথমবার কোনও প্রতিযোগিতায় ফের একবার সাফল্যের স্বাদ পেয়েছিল।
কাফা নেশনস কাপে এবার শুরু থেকেই বেশ ছন্দে ছিল ভারতীয় দল। সেখানেই তৃতীয় স্থানের ম্যাচে ক্রম তালিকায় অনেকটা ওপরের দিকে থাকা ওমানের বিরুদ্ধে নেমেছিল ভারত। সেই ম্যাচে পেনাল্টিতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে জয় তুলে নিয়ে কাফা নেশনস কাপে তৃতীয় হয়েছিল খালিদের মেন ইন ব্লুজ ব্রিগেড। অনেকেই মনে করেছিলেন যে এবার হয়ত র্যাঙ্কিংয়ে খানিকটা বদল আসতে পারে। বদল হয়েছে ঠিকই কিন্তু সেটা ওপরের দিকে নয়, এক ধাপ নীচেই নেমেছে ভারতীয় দল।
একইসঙ্গে ফিফা ক্রম তালিকায় নিজেদের জায়গা হারিয়েছে আর্জেন্তিনাও। প্রথম স্পেনের কাছে জায়গা হারিয়েছে তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা প্রায় ১১ বছর পর ফের ফিফা তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে আর্জেন্তিনা এবং তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স।