আবারও ব্যাটারদের ব্যর্থতা। অস্ট্রেলিয়ার কাছে অ্যাডিলেডে হারের সঙ্গেই সিরিজও হাতছাড়া ভারতের। অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ওডিআই ম্যাচে ২ উইকেটে হারল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের হাত থেকে শুভমন গিলরা নিজেদের রক্ষা করতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। প্রথম ম্যাচের পর এদিনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা।
রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার অর্ধশতরান পেলেও, বাকি কেউই সেভাবে বড় রান করতে পারেননি। এদিনও শূন্য রানেই ফিরতে হয়েছে ভারতের অন্যতম প্রধান ভরসা বিরাট কোহলি। অধিনায়ক গিল ফেরেন ৯ রানে। রোহিত শর্মা ক্রিজে টিকে থাকতে না পারলে ভারত এদিনও ২০০ পেড়োতে পারত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন রোহিত। তিনি যখন ফেরেন সেই সময় ভারতের রান ১৩৫। শ্রেয়স আইয়ার করেন ৬৬ রান। আর শেষের দিকে অক্ষর পটেল ৪৪ রান করায় অবশেষে ২৬৪ রানে পৌঁছয় ভারত।
যদিও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে এই রান একেবারেই কঠিন চ্যালেঞ্জ ছিল না। অর্শদীপ, হর্ষিতরা অবশ্য লড়াইটা করতে শুরু করেছিলেন। একটা সময় পরপর কয়েকটা উইকেট তুলে নিয়ে ভারতকে লড়াইয়েও ফিরিয়েছিলেন তারা। কিন্তু ম্যাট শর্টের ৭৪ রানের ইনিংস এবং কনোলির শেষপর্যন্ত ৬১ রানে অপরাজিত থাকাটাই ভারতের সব আশা শেষ করে দিয়েছিল। ম্যাচ ৪৬ ওভার পর্যন্ত গড়ালেও, শেষ হাসি ফোটে অস্ট্রেলিয়ার মুখেই। শেষের দিকে বার্টলেট, স্টার্কদের তাড়াতাড়ি সাজঘরে ফেরালেও, ততক্ষণে অনেকটাই দেরী হয়ে গিয়েছিল। ম্যাচ অনেক আগেই বের করে নিয়েছিল অস্ট্রেলিয়া।