শিল্ড ফাইনাল(Ifa Shield Final), তাও আবার ডার্বি(Kolkata Derby)। এই ম্যাচটাই এই মুহূর্তে মোহনবাগান(MBSG) কোচ হোসে মোলিনার(Jose Molina) কাছের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ। ইস্টবেঙ্গলের(Eastbengal) বিরুদ্ধে জিততে মরিয়া সবুজ-মেরুন কোচ। সেইসঙ্গে বারবার সতর্কতার কথাও শোনা গেল তাঁর মুখে। মোহনবাগানকে এই ম্যাচ চ্যাম্পিয়ন করানোটা তাঁর কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। সেইসঙ্গে ডুরান্ডে হারের জ্বালা যে এখনও মেটেনি তাঁর। ইস্টবেঙ্গলকে হারিয়ে তাদের বিরুদ্ধে নিজেদের সেরা প্রমাণ করাটাই হোসে মোলিনার(Jose Molina) কাছে প্রধান লক্ষ্য। সেই জন্যই তো শনিবারের ডার্বির গুরুত্বটা মোলিনার কাছে সবচেয়ে বেশি। একইসঙ্গে সকলে যখন রবসন(Robson Robinho) বনাম মিগুয়েল লড়াইয়ের কথা বলছেন, সেটা শুরুতেই নস্যাত করে দিলেন মোলিনা(jOSE mOLINA)।
একইসঙ্গে ক্ষুব্ধ মোহন জনতাদেরও(Mohunbagan Fan) মাঠে আসার আহ্বান জানালেন হেসো মেলিনা(Jose Molina)। সমর্থকরা মোহনবাগান(MBSG) ম্যাচ বয়কট করেছেন। কিন্তু ডার্বির মতো মঞ্চে সমর্থকদের ভূমিকা যে কতটা তা ভালোভাবেই জানেন মোহনহাগান সুপারজায়ান্টের স্প্যানিশ কোচ। সেই কারণেই তো বারবার সেই টুয়েলভথ ম্যানদের মাঠে আসার অনুরোধ করছেন তিনি।
ডার্বির আগে হোসে মোলিনা(Jose Molina) জানালেন, “লড়াইটা হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। এই ম্যাচ জয় এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের একটা দল হয়ে খেলতে হবে। আমি বুঝতে পারছি সমর্থকরা খুবই অসন্তুষ্ট। তবে আমি চাইব সমর্থকরা আমাদের সমর্থন করুন। এই ম্যাচটা জিততে আমাদের সাহায্য করুক। সমর্থকরা নিশ্চই আমাদের সমর্থন করবেন”।
শিল্ডে যোগ দেওয়া থেকে একের পর এক ম্যাচ জেতা। কিন্তু মোহনবাগানের পারফরম্যান্সের থেকেও বেশি চর্চা শুরু হয়েছে তাদের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে। মাঝেমধ্যেই শোনা যাচ্ছে মোহনবাগান(MBSG) ড্রেসিংরুমের পরিবেশ নাকি ভালো নেই। কিছু কিছু ফুটবলারের সঙ্গে নাকি কোচ সহ অন্যান্যদের দুরত্বও বেড়েছে। ডার্বিতে এর প্রভাব পড়বে না তো। মোহনবাগান ফুটবলার শুভাশিস বোসের(Subhasish Bose) সাফ জবাব। তাদের ড্রেসিংরুম নাকি একেবারেই স্বাভাবিক। ছন্দে রয়েছে। তবে ডার্বিতে দুই দলেরই অন্যতম প্রধান ভরসা সমর্থকরা। ক্ষুব্ধ সমর্থকদেরও ম্যাচে আহ্বান করলেন শুভাশিস(Subhasish Bose)।
শুভাশিস বোসের সাফ জবাব, “বর্তমানে আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অত্যন্ত ভালো আছে। গোটা ম্যাচে আমরা আমরা চাই সমর্থকরা আমাদের সমর্থন করুন। আমি অবশ্যই মাঠে আমার সেরাটা দেব। তবে আমি একা কিছুই করতে পারব না। আমরা দল হিসেবে খেলতে পারলেই সাফল্য আসবে। সব ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে ডার্বি সবসময়ই অত্যন্ত স্পেশ্যাল”।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। দলের সব জায়গাই দেখে নিয়েছেন হোসে মোলিনা(Jose Molina)। রবসন, দিমিত্রি(Dimitri Petratos), কামিন্সদের(Jason Cummins) নিয়ে যে শুরু থেকেই আক্রমণাত্মক ছক সাজাচ্ছেন তা বেশ স্পষ্ট। তবে এই ম্যাচেও ম্যাকলারেনকে(Jamie Maclaren) শুরু থেকে ব্যবহার নাও করতে পারেন মোহন কোচ। মনবীর(Manvir Singh) অবশ্য ডার্বিতে অনিশ্চিত। তবে বাকিরা সকলেই প্রস্তুত। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় মোলিনার সবুজ-মেরুন ব্রিগেড।







