আগামী ২৮ সেপ্টেম্বরই বিসিসিআইয়ের(BCCI) নতুন সভাপতি ঠিক হয়ে যাবে। কিন্তু কে হবেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) নাকি হরভজন সিং(Harbhajan Singh)। এই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে চলছে জোর জল্পনা। তব বিসিসিআইয়ের নতুন সভাপতির ভাগ্য হয়ত নির্ধারণ হয়ে যেতে চলেছে আগামী ২০ সেপ্টেম্বর দিল্লিতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দিল্লিতে নাকি সেদিন হতে চলেছে এক হেভিওয়েট বৈঠক। সেখানেই আগামী দিনের ব্লুপ্রিন্ট নাকি তৈরি হতে চলেছে।
দিল্লির বৈঠকে হেভিওয়েট কর্তারাই নাকি বসতে চলেছেন। আর সেই বৈঠক নাকি হতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে। সেখানে বোর্ড(BCCI) সভাপতি ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। এখন গোটা ভারতীয় ক্রিকেট মহলের নজর যে সেই বৈঠকের দিকেই নজর রয়েছে তা বলার অপেক্ষায় রাখে না। রজার বিনির পর কে হবেন সভাপতি সেটা নিয়েই যত আলোচনা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দায়িত্ব ছাড়ার পর বোর্ডের মসনদে বসেছিলেন রজার বিনি। ২০২২ সালে দায়িত্ব নিয়েছিলেন বিশ্বকাপ জয়ী রজার বিনি। কিন্তু তাঁর মেয়াদ এবার শেষ। সেই জায়গাতেই কে হবে এবার ভারতীয় ক্রিকেটের বস সেটা নিয়েই যত আলোচনা।
আগামী ২০ সেপ্টেম্বরের বৈঠকটাই এখন সবচেয়ে গুরুত্বূপর্ণ। সেই বৈঠকে ভারতীয় ক্রিকেটের হেভিওয়েট কর্তারা যেমন তাকবেন তেমনই শোনা যাচ্ছে বিজেপিরও নাকি কয়েকজন নেতাকে দেখা যেতে পারে সেখানে। বেশ কয়েকটা নাম নিয়েই আলোচনা হতে পারে সখানে।
বোর্ডের নির্বাচনে বরাবরই শাসক দলের একটা ভূমিকা থাকে। এবারও যে তাঁর অন্যথা হবে না তা বেশ স্পষ্ট। তবে এখনও পর্যন্ত শোনা যাচ্ছে ফ্রন্ট রানার নাকি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। আবার সেইসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম যেমন রয়েছে, তেমনই আবার কিরণ মোরের নামও নাকি আলোচনায় রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় এখন সকলে।