ভারতীয় ড্রেসিংরুমে স্বজন পোষণের অভিযোগ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটের দল ঘোষণার পরই শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। হর্ষিত রানার(Harshit Rana) ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়েই এবার প্রশ্ন তুললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা তথা প্রাক্তন নির্বাচক শ্রীকান্থ(Krishnamachariya Srikanth)। সরাসরি গৌতম গম্ভীরের(Gautam Gambhir) বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুললেন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে গম্ভীরের ইয়েস ম্যন হওয়ার জন্যই নাকি ভালো পারফরম্যান্স না করেও ভারতীয় দলে সুযোগ পেয়ে চলেছেন হর্ষিত রানা(Harshit Rana)।
কয়েকদিন আগেই শেষ হয়েছে এসিয়া কাপ। সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের এই পেসার। হর্ষিত রানার(Harshit Rana) পারফরম্যান্স নিয়ে বারবারই প্রশ্ন উঠতে দেখা গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দলে সুযোগ পেয়ে চলেছেন তিনি। এর পিছনে কী কারণ রয়েছে সেটাই যেন বুঝতে পারছেন না অনেকে। শুধুমাত্র এশিয়া কাপই(Asia Cup) নয়, তার আগের বিভিন্ন সিরিজ গুলোতেও ব্যর্থ হয়েছেন হর্ষিত রানা।
শ্রীকান্থের মতে, “হর্ষিত রানা নানান সিনেমার মাত কার্যকর করেছেন। কিন্তু ভারতীয় দলে জায়গা করে নিতে তাঁকে ভালো পারফরম্যান্স করতে হবে। আর তিনি যা কিছু করেছেন তা সবই আইপিএলের মঞ্চে। আগ্রাসন দেখানোটা আলাদা। কিন্তু সেখানে শোঅফ করাটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস”।
এবারের এশিয়া কাপে তিনি রান যেমন দিয়েছেন, কিন্তু সেভাবে উইকেট তুলতে পারেননি। গোটা প্রতিযোগিতা ৭৯ রান দিয়েছেন। আর হর্ষিত রানা(Harshit Rana) উইকেট তুলতে পেরেছেন মাত্র দুটো। সেখানেই সুপার ফোরের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪ রান দিয়ে মাত্র একটা উইকেট তুলতে পেরেছিলেন।
কিন্তু এত কিছুর পরও ভারতীয় দলে সুযোগ পেয়েই চলেছেন হর্ষিত রানা। একসময় গম্ভীরের কোচিংয়ে নাইট রাইডার্সে খেলতেন তিনি। সেটাই কী হর্ষিতের ভারতীয় দলে সুযোগ পাওয়ার প্রধান কারণ, প্রশ্ন তুলছেন কৃষ্ণ্ণামাচারিয়া শ্রীকান্থ। তাঁর মতে আরও অনেক ভালো ক্রিকেটাররা সুযোগ পাচ্ছে না। কিন্তু খারাপ পারফরম্যান্স করেও সুযোগ পাচ্ছেন হর্ষিত রানা।
নির্বাচকদের এমন সিদ্ধান্তটাই বারবার হতবাক করছেন প্রাক্তন ভারতীয় বিশ্বকাপ জয়ী তারকাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে হর্ষিত রানা আদৌ সাফল্য পান কিনা সেটাই দেখার।