গোকুলামের বিরুদ্ধে মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ম্যাচ। কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে গেল মোহনজনতার বিক্ষোভে। ম্যাচ বয়কটের ডাক আগে থেকেই দিয়েছিলেন মোহনবাগান(MBSG) সমর্থকরা। ম্যাচের দিন মাঠে উঠল “গো ব্যাক”(Go Back) থেকে “শেম”(Shame) স্লোগান। মোহনবাগান ম্যাচের বিক্ষোভে উত্তাল সবুজ-মেরুন জনতা। ছিঁড়ে দেওয়া হল তাদের প্রতিবাদী টিফো। পুলিশের সঙ্গে ঝামেলাতেও জড়ালেন মোহনবাগান সমর্থকরা। কিন্তু তাদের প্রতিবাদ থামানো যায়নি এদিন। একদিকে ম্যাচ যেমন চলল, তেমনই গ্যালারী থেকে বারবার উঠল গো ব্যাক ম্যানেজমেন্ট স্লোগান।
এএফসি ম্যাচ খেলার জন্য ইরানে যায়নি মোহনবাগান(MBSG)। মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফুটবলারদের ইরানে যাওয়াতে অসুবিধা। সেই নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। শেষপর্যন্ত গোটা দলই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট(MBSG Management)। আর সেই সিদ্ধান্তটাই মেনে নিতে পারেনি মোহনবাগানের অসংখ্য সমর্থকরা(Mohunbagan Supporters)। তাদের সাফ বক্তব্য বিদেশিরা না হয় যেতে পারবে না, দেশীয় ফুটবলারদের নিয়ে কেন যাওয়া হল না।
মোহনবাগানের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তনরাও। এরপরই রাস্তায় নামার সিদ্ধান্ত মোহনবাগান সমর্থকদের। ক্ষোভটা বহুদিন ধরেই জমছিল। একপ্রকার সমর্থকদের চাপে পড়ে মোহনবাগানকে খেলতে হচ্ছে আইএফএ শিল্ড(IFA Shield)। এরপর এএফসির ম্যাচে না খেলার সিদ্ধান্ত জানার পরই ক্ষোভের আগুনে বিস্ফোরণ। রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করেন সমর্থকরা। গত বুধবার থেকেই মোহনবাগান অনুশীলনে শুরু হয়েছিল ক্ষোভ প্রদর্শন। “গো ব্যাক কাওয়ার্ড”- এই স্লোগানে মোহনবাগান ফুটবলার থেকে ম্যানেজমেন্টকে বিঁধতে থাকেন তারা। এরপরই চরম সিদ্ধান্ত নেন মোহনবাগান সমর্থকরা।
শিল্ডে মোহনবাগানের প্রথম ম্যাচই বয়কট করে তারা। বেছে নেওয়া হয় টিফো, গান, স্লোগানের মাধ্যমে প্রতিবাদ দেখানোর রাস্তা। বৃহস্পতিবার ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই প্রতিবাদে সোচ্চ্বার হয়েছিলেন তারা। কিশোর ভারতী স্টেডয়াম জুড়ে কখনও “গো ব্যাক ম্যানেজমেন্ট” তো কখনও আবার “শেম.. শেম” স্লোগানের ধ্বনি শোনা যাচ্ছিল। টিফো নিয়ে স্টেডিয়ামেই প্রতিবাদ দেখাচ্ছিলেন বিক্ষুব্ধ মোহনবাগান জনতা।
শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। টিফো ছিড়েও ফেলা হয় তাদের। কিন্তু উন্মত্ত মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ এদিন থামানো যায়নি। তাদের মুখে বারবার কটাই কথা কেন মোহনবাগানকে খেলানো হল না এফসির ম্যাচ। সেই নিয়ে ম্যানেজমেন্ট তাদের সঙ্গে কথা বলুক। একইসঙ্গে সমর্থকদের সাফ বার্তা, যতক্ষণ না ম্যানেজমেন্ট তাদের সঙ্গে মুখোমুখি হচ্ছে, ততক্ষণ নাকি এই প্রতিবাদ, বিক্ষোভ চলবেই। অর্থাৎ মোহনবাগান জনতার এই প্রতিবাদ যে দীর্ঘমেয়াদী হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।