টেস্ট বোলারদের তালিকায় কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছলেন মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। টপ ১০-এর মধ্যে আসতে না পারলেও, ১২ নম্বর স্থানে উঠে এলেন তিনি। এখন পর্যন্ত টেস্ট বোলিংয়ে(Test Ranking) এটাই সিরাজের সেরা প্রাপ্তি। ইংল্যান্ডে দুরন্ত পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। তারই পুরস্কার পেলেন এবার। টেস্ট বোলারদের তালিকায় উঠে এলেন ১২ নম্বর স্থানে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পরই এই পুরস্কার পেলেন সিরাজ(Mohammed Siraj)।
কয়েকদিন আগেই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট। সেখানে দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। কার্যত ক্যারিবিয়ান ব্যাটারদের সাজঘরে ফেরানোর অন্যতম প্রদান কারিগড় ছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে একাই তুলে নিয়েছিলেন সাত উইকেট। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেখানেও যে ভারতীয় দলের অন্যতম ভরসা মহম্মদ সিরাজ তা বলার অপেক্ষা রাখে না। চলতি সিরিজে এখনও পর্যন্ত জসপ্রীত বুমরার(Jasprit Bumrah) থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন মহম্মদ সিরাজ।
তেন্ডুলকর-অ্যান্ডারসন(Tendulkar-Anderson) সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রতিটি ম্যাচেই খেলেছিলেন তিনি। শুধু তাই নয় জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে তিনিই সামলেছিলেন ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব। সেখানে একাই তুলে নিয়েছিলেন ২৩ উইকেট। সেই থেকেই সিরাজের পারফরম্যান্স নিয়ে প্রশংসা শোনা গিয়েছিল সকলের মুখে।
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও প্রথম টেস্টে সেই ধরা অব্যহত রেখেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪০ রানে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। একইসঙ্গে দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলিতে এসেছিল ৩১ রানে ৩ উইকেট। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই নিজের পুরস্কার পেয়ে গেলেন মহম্মদ সিরাজ। টেস্ট কেরিয়ারে বোলারদের ক্রম তালিকায় ১২ নম্বর স্থানে উঠে এলেন এই তারকা ক্রিকেটার। এই মুহূর্তে মহম্মদ সিরাজের পয়েন্ট ৭০০। তবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছেন জসপ্রীত বুমরাও।
সিরাজের ঝুলি পরিপূর্ণ থাকলেও, ভারতের আরেক তরুণ ক্রিকেটার কিন্তু নিজের জায়গা হারিয়েছেন। যশস্বী জয়সওয়ালYashasvi Jaiswal) ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বর স্থান থেকে নেমে গেলেন সাত নম্বরে। সম্প্রতি একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না তিনি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও এই তরুণ ক্রিকেটারের ব্যাটে রানের ঝলক ছিল না। আর তাতেই সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচের মধ্যে থেকে নিজের জায়গা হারালেন যশস্বী জয়সওয়াল।







