দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। আপুইয়ার(Apuia) গোলে কামব্যাক এবং বিশালের(Vishal Kaith) বিশ্বস্ত হাতে ভর করে ডার্বি জিতে আইএফএ শিল্ড(Ifa Shield) মোহনবাগানের(Mohunbagan)। আর সেইসঙ্গেই ২২ বছরের শিল্ড জয়ের খরাও কাটাল মোহনবাগান সুপারজায়ান্ট(Mohunbagan Supergiant)। এমন একটা সাফল্যের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর দলকে শুভেচ্ছা জানালেন সঞ্জীব গোয়েঙ্কা(Sanjiv Goenka)। ২২ বছরের অপেক্ষার অবসানের কথা লিখতেও ভুলললেন না তিনি। ২০০৩ সালে শেষবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। সেবার দলে ছিলেন আরেক ব্রাজিলিয় ব্যারেটো। এবারও জিতলেন। তার স্বাক্ষী আরেক ব্রাজিলিয় রবসন রবিনহো। ব্যারেটো(Barreto), সুনীলদের(Sunil Chetri) পর বিশাল, আপুইয়াদের হাত ধরেই ফের একবার শিল্ডে উজ্জ্বল মোহনবাগান(Mohunbagan)।
দীর্ঘদিন পর আবারও সিনিয়র পর্যায়ে এবার আয়োজিত হয়েছিল আইএফএ শিল্ড(Ifa Shield)। নানান টাল বাহানার পর যোগ দিয়েছিল মোহনবাগান। প্রথম দিন থেকেই মোলিনার মুখে ছিল একটাই কথা জিততে হবে। আর যখন ফাইনালটাই বদলে গিয়েছিল ডার্বির(Kolkata Derby) মঞ্চে, তখন তো হোসে মোলিনা(Jose Molina) বলেই দিয়েছিলেন এই ম্যাচটাই তাঁর কেরিয়ারে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২২ বছরের অপেক্ষার অবসানের সুযোগ এসেছিল। কিন্তু সেইসঙ্গে মোহনবাগানের সামনে এসেছিল একের পর এক চ্যালেঞ্জ। যুবভারতীতে একের পর এক সুযোগ নষ্ট। তারপর হামিদের গোলে পিছিয়ে পড়া। গ্যালারীতে থাকা মোহন জনতা তখন একেবারে চুপ। তাদের মুখে প্রথম হাসিটা ফোটালেন আপুইয়া(Apuia)। প্রথমার্ধের ৪৪ মিনিটের মাথায় তাঁর দুরন্ত গোল থেকে জয়ে ফিরল মোহনবাগান(Mohunbagan)।
কিন্তু তখনও অনেকটা পথ চলা বাকি ছিল। আক্রমণে-পাল্টা আক্রমণের খেলায় শেষপর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেই বিশাল কাইথের বিশ্বস্ত(Vishal Kaith) হাত। মোহনহবাগানের(Mohunbagan) ২২ বছরের আক্ষেপ মেটাল। খরা কাটাল শিল্ডের। আবারও সবুজ-মেরুন তাঁবুতে এল শিল্ড। মোহনবাগানের(Mohunbagan) পারফরম্যান্স দেখে আপ্লুত সঞ্জীব গোয়েঙ্কাও(Sanjiv Goenka)।
টুইট করে তিনি লেখেন, “ডার্বি জয় সবসময়ই বিশেষ। আর সেটা যদি ফাইনাল হয়, তবে তো আরও বিশেষ। ২১ তম আইএফএ শিল্ড জিততে ২২ বছরের অপেক্ষার অবসান”।
A derby win is special… a derby win in a final even more so. The 22-year wait for our 21st IFA Shield is over. #MBSG #JoyMohunBagan pic.twitter.com/mHtH69G64k
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) October 18, 2025
সুপার কাপের আগে এই আইএফএ শিল্ড জয় যে মোহনবাগানের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। মাঝে দুদিনের বিশ্রাম। এরপরই শুরু সুপার কাপের প্রস্তুতি।