টেস্ট, ওডিআইয়ের পর শুভমন গিলকে(Shubman Gill) কী টি টোয়েন্টিতেও অধিায়ক হিসাবে দেখা যেতে পারে। না এখনও বোর্ডের তরফে তেমনকিছু জানানো হয়নি। কিন্তু সেটা হলে যে অবাক হওয়ার মতো কিছু থাকবে না তা স্পষ্ট করে দিলেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মন্টি পানেসার(Monty Panesar)। তাঁর মতে যেভাবে এই মুহূর্তে শুভমন গিল(Shubman Gill) খেলছেন তাতে ভারতীয় চি টোয়েন্টি দলেরও অধিনায়ক হয়ে যেতে পারেন এই তরুণ ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দল ঘোষণার পরই সকলে চমকে গিয়েছিল। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ওডিআই দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল। তবে দলে রয়েছেন রোহিত শর্মাও। এবার শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বেই মাঠে নামবেন তিনি। সেই নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এমন পরিস্থিতিতেই শুভমন গিলকে অধিনায়ক হিসাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন মন্টি পানেসার।
মন্টি পানেসার জানিয়েছেন, “আমার মনে হয় শুভমন গিলেকে অধিনায়ক করার এই সিদ্ধান্তটা একেবারেই সঠিক। তিনি এই মুহূর্তে সত্যিই ভালো ফর্মে রয়েছে। রোহিত শর্মা দলে থাকাকালীন গিলকে অধিনায়ক করার সিদ্ধান্তটা সত্যিই ভালো। এরফলে রোহিত শর্মা শুভমন গিলকে পথ দেখাতে পারবেন। এটা সত্যিই একটা ভালো পদক্ষেপ। তাঁকে যখন দায়িত্ব দেওয়া হয় সেই সময়ই শুভমন গিলের থেকে ভালো পারফরম্যান্স দেখা গিয়েছে। তাঁকে শীঘ্রই টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে দেখলেও আমি একেবারেই অবাক হব না”।
সম্প্রতি কয়েকদিন আগে শেষ হয়েছে এশিয়া কাপ। সেখানে চ্যাম্পিয়নও হয়েছে ভারত। তবে শুভমন গিলে সেভাবে বড় রান করতে পারেননি। তবে আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। বিশেষ করে নেতৃত্বে তাঁর দক্ষতা নিয়েই প্রশংসায় পঞ্চমুখ সকলে। সেই শুভমনের কাঁধে টি টোয়েন্টির দায়িত্ব উঠলেও তিনি সফল হবে বলেই মনে করছেন মন্টি পানেসার।