এই টোকিওতেই(Tokyo) ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া(Neeraj Chopra)। অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জিতেছিলেন তিনি। কিন্তু এবার সেই টোকিওই নীরজকে(Neeraj Chopra) ফেরাল একেবারে খলি হাতে। ফাইনালে পৌঁছতে যে থ্রোটা নীরজ চোপড়া করেছিলেন। ফাইনালের মঞ্চে সেই পর্যন্ত পৌঁছতেও পারলেন না নীরজ চোপড়া। অষ্টম স্থানেই থেমে যেতে হয় ভারতের সোনার ছেলেকে। ফাইনালের মঞ্চে সেভাবে নিজের পারফরম্যান্সটাই দেখাতে পারলেন না তিনি।
টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের(World Championship) আসর বসেছে। সেখানেই যোগ্যতা অর্জন পর্বের একটা থ্রোতেই ফাইনালের মঞ্চে নিজের জায়গা করে নিয়েছিলেন নীরজ চোপড়া(Neeraj Chopra)। সেখানেই কেরিয়ারে অন্যতম সেরা থ্রো করে ফাইনালের মঞ্চে সরাসরি জায়গা করে নিয়েছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। ৮৪.৮৫ মিটার দুরত্ব অতিক্রম করেছিল নীরজ চোপড়ার থ্রো। আর তাতেই বাকি থ্রোতে নামতে হয়নি নীরজ চোপড়াকে।
এরপর সরাসরি ফাইনালে নেমেছিলেন নীরজ চোপড়া। কিন্তু যোগ্যতা অর্জন পর্বে যে থ্রো তিনি করেছিলেন তার ধারেকাছেও পৌঁছতে পারলেন না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের কাছে যে এটা বিরাট একটা ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।
এদিন ফাইনালে প্রথম থ্রোতে নীরজের(Neeraj Chopra) জ্যাভলিন(Javelin Throw) পৌঁছয় ৮৩.৮৫ মিটার। দ্বিতীয় থ্রোতে সেটাই বেড়ে হয় ৮৪। আশা জাগলেও শেষ তিনটি থ্রোই যেন শেষ করে দেয় নীরজ চোপড়ার সমস্ত স্বপ্ন। তৃতীয় থ্রো ফাউল হয় নীরজ চোপড়ার। চতুর্থ থ্রোতে নীরজ চোপড়ার স্কোর ৮২.৮৬। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজের এটাই সবচেয়ে লো স্কোর।
পঞ্চম থ্রেয়ো নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেননি তিনি। দাগের বাইরে পা চলে যাওয়াতে নীরজ চোপড়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের সমস্ত আশাই শেষ হয়ে যায়। তাঁর পাশাপাশি আরেক ভারতীও জ্যাভলিন থ্রোয়ার সচিনও পদক জিততে পারেননি। তিনি থেমেছেন চতুর্থ স্থানে।