সৌভিক মোহন্ত
মোহনবাগানের(MBSG) কাছে হারের পর ড্রেসিংরুমে ফিরেই গোলকিপার কোচ সন্দীপ নন্দীকে(Sandip Nandy) হুঁশিয়ারি অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon)। হঠাত্ সবাইকে ছেড়ে সন্দীপ নন্দী(Sandip Nandy) কেন। কারণ গিলকে তুলে দেবজিতকে(Debjit Majumder) খেলানোর পরামর্শটা তো সন্দীপ নন্দীরই ছিল। আর সেটাই তো ইস্টবেঙ্গলের(Eastbengal) ডার্বি হারের অন্যতম প্রধান কারণ। প্রশ্ন তুলছেন সকলে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরেই সন্দীপ নন্দীকে ভবিষ্যতে আরও ভেবে পরিকল্পনার হুঁশিয়ারি দিয়ে দিলেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। কার্যত গোলকিপার কোচের বিরুদ্ধে ক্ষোভই উগরে দিয়েছেন ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ। তাঁকে যে আরও বুঝতে হবে সেই কথাও সাফ বুঝিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গলের হেডস্যার।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হঠাত্ই দেখা যায় ডাগ আউটে প্রস্তুতি সারছেন দেবজিত(Debjir Majumdar)। সেই সময়ই অস্কারকে(Oscar Bruzon) তাঁকে খেলানোর কথা বলতে যান সন্দীপ নন্দী(Sandip Nandy)। কিন্তু প্রথমে তা নাকোচ করে দেন লাল-হলুদ কোচ। কিন্তু সন্দীপ নন্দী তাঁকে বারবার বোঝানোর চেষ্টা করেই যাচ্ছিলেন। একটা সময় দেখে বোঝাই যাচ্ছিল বেশ বাগবিতন্ডা হচ্ছিল দুজনের মধ্যে।
পরে অবশ্য দেবজিতকে(Debjit Majumdar) খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। টাইব্রেকারে নামেন তিনি। কিন্তু একটিও বল আটকাতে পারেননি। এরপরই সন্দীপ নন্দীকে সোজা সাপ্টা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন অস্কার ব্রুজোঁ। সিদ্ধান্ত নেওয়ার ব্যপারে আরও ভাবনার কথাই বলেছেন অস্কার(Oscar Bruzon)। ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নিতে গেলে যে আরও ভেবে চিন্তেই নিতে হবে সেই কথাও লাল-হলুদের গোলকিপিং কোচকে বুঝিয়ে দিয়েছেন অস্কার।
তবে ফুটবলারদের খেলায় খুব একটা অসন্তুষ্ট নন ইস্টবেঙ্গল কোচ। পারফরম্যান্সের প্রশংসাই নাকি করেছেন তিনি। সেইসঙ্গে এই পেনাল্টির ফলাফলও যতদূর সম্ভব ভুলে যাওয়ার বার্তাও দিয়েছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। তবে ইস্টবেঙ্গলের হারের পর থেকে কিন্তু এই দেবজিতকে খে্লানো নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও।







