আইএফএ শিল্ডে(Ifa Shield) দুরন্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। প্রথম ম্যাচেই শ্রীনিধির বিরুদ্ধে ৪-০ গোলে জয় তুলে নিয়েছে তারা। লাল-হলুদ সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কিন্তু অস্কোর ব্রুজোঁ(Oscar Bruzon) কী খুশি। উত্তর কিন্তু না। দল চার গোলে জিতলেও, ফুটবলারদের পারফরম্যান্সে তিনি একেবারেই খুশি নন। বরং দলের ফুটবলারদের সুযোগ নষ্ট থেকে ধীর গতিতে খেলা নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি। তাই তো ম্যাচ শেষের পর জাপানিজ স্ট্রাইকার হিরোশি ইবুসুকির(Hiroshi Ibusuki) কথাই বারবার শোনা গেল তাঁর মুখে। দল জিতলেও, জাপানি তারকার দিকেই চেয়ে রয়েছেন লাল-হলুদের হেডস্যার অস্কার(Oscar Bruzon)।
ইস্টবেঙ্গলের(Eastbengal) হয়ে অভিষেকেই গোল পেয়েছেন জয় গুপ্তা। এছাড়াও গোল পেয়েছেন সওল ক্রেসপো, হামিদ আহাদাদ এবং জিকসন সিং। কিন্তু তারা গোলের সুযোগও নষ্ট করেছে অনেক। এই ম্যাচে তাদের খেসারত দিতে হয়নি ঠিকই। কিন্তু অস্কারের(Oscar Bruzon) সাফ বার্তা, এমনটা হলে কঠিন ম্যাচে ইস্টবেঙ্গলকে বড় খেসারত দিতে হতেই পারে। প্রথমার্ধে মিগুয়েলই নষ্ট করেছিলেন বেশ কিছু সুযোগ।
দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের সুযোগ নষ্টের খেলা কিন্তু দেখা গিয়েছিল। সেইসঙ্গে খানিকটা স্লো ফুটবল। সবটা মিলিয়েই ফুটবলাররা মন জিততে পারেনি কোচ অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon)। আবার হয়ত জয়ের পর যাতে ফুটবলাররে আত্মতুষ্ট না হয়ে যান, সেই কারণেও এমন মন্তব্য করতে পারেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)।
ম্যাচ শেষেই অস্কার জানান, “আমরা অবশ্যই এদিন চার গোলে ম্যাচ জিতেছি। কিন্তু আমি দলের পরফর্ম্যান্সে খুশি নই। কারণ এদিন আমরা অনেকটাই ধীর গতির ফুটবল খেলেছি। শুধু তাই নয় আমরা বহু সুযোগও নষ্ট করেছি এদিন। এমনটা হলে বড় ম্যাচে আমাদের সমস্যায় পড়তে হতেই পারে। তবে কয়েকদিনের মধ্যই হিরোশি আসছেন, তাঁকে নিয়ে আমি অত্যন্ত আশাবাদী”।
এরপর দ্বিতীয় ম্যাচে নামধারীর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। এই ম্যাচের ফলাফল ভুলে আপাতত সেদিকেই ফোকাস লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁর।