ভারতীয় ফুটবলের খারাপ সময় যেন কেটেও কাটতে চাইছে না। সুপার কাপ শুরু হওয়ার আগে ফের ধাক্কা ফেডারেশনের(AIFF)। আর মাত্র কয়েকটা দিন রয়েছে। তার আগেই সুপার কাপ থেকে নাম তুলে নিল রিয়্যাল কাশ্মীর(Real Kashmir)। ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভের কারণেই নাকি এমন সিদ্ধান্ত। এখনও পর্যন্ত আইলিগ(I league) নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। তার মাঝে সুপার কাপ(Super Cup)। খানিকটা অর্থনৈতিক কারণের জন্যই শেষপর্যন্ত নাম তুলে নিতে বাধ্য হল রিয়্যাল কাশ্মীর(Real Kashmir)। তাদের সরে যাওয়াটা যে ফেডারেশনের অস্বস্তি আরও খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও নতুন দল বেছে নিতে খুব একটা বেশি সময় নেয়নি ফেডারেশন। ইস্টবেঙ্গল(Eastbengal), মোহনবাগানের(Mohunbagan) সঙ্গে খেলবে ডেম্পো এসসি।
আইএসএল(Indian Super League) নিয়ে ডামাডোলের মাঝেই, আইলিগ(I league) কবে হবে তাও এখন বিশ বাও জলে। এরই মাঝে অবশ্য এই অক্টোবরের মাঝামাঝি থেকেই সুপার কাপের কথা ঘোষণা করে দিয়েছিল ফেডারেশন(AIFF)। এবার গোয়াতেই হবে সুপার কাপ(Super Cup)। সেখানে মোহনবাগান সুপারজায়ান্ট(Mohunbagan), ইস্টবেঙ্গল(Eastbengal) এবং চেন্নাইয়িন এফসির(Chennaiyin Fc) সঙ্গে এক গ্রুপে ছিল রিয়্যাল কাশ্মীর(Real Kashmir)। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎই সুপার কাপ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত রিয়্যাল কাশ্মীরের। ফেডারেশনও সরকারীভাবে এই ঘোষণা করে দিয়েছে।
সোশ্যাল সাইটে ফেডারেশনের(AIFF) তরফে জানানো হয়েছে, “রিয়্যাল কাশ্মীর এবারের সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে। তাদের বিদেশি ফুটবলারদের ভিসা সমস্যার কারণে। তাদের জায়গায় খেলবে ডেম্পো”।
🚨 #AIFFSuperCup Update
Real Kashmir FC have withdrawn from AIFF Super Cup 2025-26, as VISAS for their foreign players could not be secured. They will be replaced by Dempo SC.#IndianFootball
— Indian Football (@IndianFootball) October 16, 2025
ফেডারেশন জানিয়ে দিলেও, রিয়্যাল কাশ্মীরের(Real Kashmir) নাম তুলে নেওয়ার পিছনে অবশ্য অন্য কথাই শোনা যাচ্ছে। শোনাযাচ্ছে এখনও পর্যন্ত আইলিগ(I League) কবে শুরু হবে তা নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। তার মাঝে সুপার কাপ হলে, দলের ফুটবলারদের নিয়ে আসতে হবে। বিশেষ করে বিদেশিদের। এরফলে একটা বড়সড় খরচ করতে হবে তাদের। রিয়্যাল কাশ্মীরের(Real Kashmir) মতে এই মুহূর্তে সেই টাকা খরচ করার জায়গায় নাকি নেই রিয়্যাল কাশ্মীরের। বিশেষ করে তিন তেকে চারটে ম্যাচ খেলার জন্য এত খরচ বহন নাকি করতে পারবে না তারা। শুধুমাত্র তাই নয়, ফুটবলারদের লজিস্টিকেরও একটা খরচ রয়েছে।
একে আইলিগের কোনও নিশ্চয়তা নেই। সেই সময় এমন খরচ বহন করা তাদের পক্ষে একেবারেই সম্ভব নয় বলেই শোনা যাচ্ছে। ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে এর আগেও বারবার সরব হয়েছে রিয়্যাল কাশ্মীর। এবার সুপার কাপ থেকেও নাম তুলে নিয়েছে তারা।
প্রশ্ন উঠছিল রিয়্যাল কাশ্মীর না খেললে তবে কী গ্রুপে তিনটি দলই থাকবে। তবে ইতিমধ্যেই ফেডারেশন নতুন দলের নাম ঘোষণা করে দিয়েছে। রিয়্যাল কাশ্মীরের পরিবর্তে মোহনবাগান, ইস্টবেঙ্গলের গ্রুপে এল ডেম্পো এসসি।