ভারতীয় ওডিআই দলের নতুন অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা হয়েছে। সেখানেই ভারতের ওডিআই দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল। রোহিত শর্মাকে(Rohit Sharma) দায়িত্ব থেকে সরানোর পর থেকেই নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে কি এই অস্ট্রেলিয়া সিরিজই রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ সিরিজ হতে চলেছে। শুভমন গিলের(Shubman Gill) সাফ বার্তা, ২০২৭ বিশ্বকাপেও ভারতীয় দলের পরিকল্পনাতে রয়েছেন রোহিত(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli)।
আইপিএল চলাকালীনই ভারতীয় টেস্ট দল থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli)। সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা। তবে ভারতীয় দলে শেষ হতে চলেছে হিটম্যান, কোহলি জামানা। যদিও ওডিআই দলে ছিলেন দুই তারকা ক্রিকেটারই। কিন্তু রোহিতের(Rohit Sharma) অধিনায়কত্ব নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে অধিনায়কের পদ থেকে সরেছেন রোহিত শর্মা(Rohit Sharma)। আর তাতেই তর্জা এখন তুঙ্গে।
প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা অনেকেই বলতে শুরু করেছিলেন যে এবার হয়ত অবসরের পথেই হাঁটবেন রোহিত এবং বিরাট(Virat Kohli)। শুধুমাত্র তাই নয়, আগামী ওডিআই বিশ্বকাপেও নাকি এই দুই তারকাকে আর দেখা যাবে না। সেই নিয়েই মুখ খুললেন খোদ শুভমন গিল। তাঁর সাফ বার্তা, ভারতীয় দলের ওডিআই বিশ্বকাপের পরিকল্পনাতে সবসময়ই রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির। তাদের অভিজ্ঞতাটা যা ভারতীয় দলের এখনও অনেকটা প্রয়োজন তা বলতে কোনও দ্বিধা নেই গিলের।
এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে শুভমন গিল(Shubman Gill) জানিয়েছেন, “যে দক্ষতা এবং অভিজ্ঞতা রোহিত এবং বিরাটের কাছে রয়েছে, তা খুব কম ক্রিকেটারই দেখাতে পারেন। তারা দুজন ভারতকে যত ম্যাচ জিতিয়েছেন, খুব কম ক্রিকেটারই তত ম্যাচ ভারতকে জেতাতে পেরেছেন। ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনাতে ভীষণভাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন”।
চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর ফের একবার মেন ইন ব্লুজ জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। তাদের দিকেই এখন সকলে তাকিয়ে রয়েছেন।