দীর্ঘদিন পর মাঠে ফিরে শুরুটা একেবারেই ভালো হল না রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলির(Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ৭ উইকেটে হারল ভারত। রোহিত শর্মা(Rohit Sharma) করলেন ৮ রান। বিরাট কোহলি শূন্য রানেই ফিরলেন। সেইসঙ্গে অনেকগুলো প্রশ্নও তুলে দিলেন তারা। এই ম্যাচ দিয়েই আূবার ওডিআই অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছিল শুভমন গিলের(Shubman Gill)। কিন্তু হার দিয়েই যাত্রাটা শুরু করতে হল তাদের।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচ। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ অস্ট্রেলিয়ার। শুরু থেকেই ভারতের ব্যাটিংয়ে ধস নামে। ওপেনিংয়ে যেমন রোহিত শর্মা ব্যর্থ। তেমনই মিডল অর্ডারের অন্যতম ভরসা বিরাট কোহলি আবারও সেই পুরনো দুর্বলতার কাছেই হার মানলেন। শূন্য রানেই ফিরলেন তিনি। অধিনায়ক গিল করেন ১০ রান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন কেএল রাহুল। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৩৬ রানে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কমে দাঁড়িয়েছিল ২৬। সেখানে ভারতের ১৩৬ রান অস্ট্রেলিয়ার কাছে অনেকটাই সহজ লক্ষ্য ছিল।
তাড়াতাড়ি অস্ট্রেলিয়া দুটো উইকেট হারালেও, মিচেল মার্শের ৪৬ রানের দুরন্ত ইনিংস। সেইসঙ্গে ফিলিপের ৩৭ এবং রেনেশর ২৪ রানে ভর করে ২৯ বলে বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।