ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo) খেলবেন কিনা তা এখনও প্রযন্ত নিশ্চিত নয়। কিন্তু আল নাসেরের(AL Naser) বিরুদ্ধে খেলার জন্য এখন থেকেই মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান(Sandesh Jhingan)। আল নাসেরের সঙ্গে এক গ্রুপে রয়েছে এফসি গোয়া। আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে আল নাসেরের বিরুদ্ধে নামবে এফসি গোয়া(FC Goa)। সেই ম্যাচটাই যেন ক্রমশ উত্তেজনা বাড়াচ্ছে সন্দেশ ঝিঙ্গানের(Sandesh Jhingan)।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই(Cristiano Ronaldo) শুধু নয়। সেই দলে রয়েছে সাদিও মানে(Sadio Mane), জোয়াও ফেলিক্সদের মতো তারকা ফুটবলাররা। এমন এক ঝাঁক তারকাদের বিরুদ্ধে খেলতে পারার লোভটা সামলাতে পারছেন না সন্দেশ ঝিঙ্গান(Sandesh Jhingan)। হোম ম্যাচের পাশাপাশি অ্যাওয়ে ম্যাচেও আল নাসেরের( AL Naser) বিরুদ্ধে খেলবে এফসি গোয়া। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলার সম্ভাবনাও রয়েছে। আল নাসেরের বিরুদ্ধে নামার অপেক্ষাতেই এখন রয়েছেন সন্দেশ ঝিঙ্গান।
সন্দেশ ঝিঙ্গান(Sandesh Jhingan) জানিয়েছেন, “সবার প্রথম বলব যে এটা এফসি গোয়ার জন্য অত্যন্ত ভালো। বিশেষ করে এমন সেরা ক্লাবেদের সঙ্গে এক গ্রুপে পড়াটা আরও ভালো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স এবং সাদিও মানেদের মতো তারকা ফুটবলারদের সঙ্গে খেলতে পারলে দলেরও অনেক বেশি উপকার হবে। আর আমার কাছে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় কারণ এমন কিছু তারকাদের বিরুদ্ধে খেলব যাদের বিরুদ্ধে খেলার জন্য সবসময় সুযোগ পাওয়া যায় না”।
আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে আল নাসেরের বিরুদ্ধে নামবে এফসি গোয়া। সেখানে রোনাল্ডো খেললে এটাই হবে ভারতের মাটিতে রোনাল্ডোর খেলা প্রথম ম্যাচ।