সময়টা সত্যিই ভালো যাচ্ছে না শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer)। ঘরের মাঠে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার কথা রয়েছে ভারতের। কিন্তু তার আগে অস্ট্রেলিয়া-এ(Australia-A) দলের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স কিন্তু চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে মাত্র আট রানেই সাজঘরে ফিরতে হয়েছে শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer)। শ্রেয়সের এমন পারফরম্যান্সেই তাঁর ভারতীয় দলে কামব্যাক নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন।
শেষবার ২০২৪ সালে ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই আর ভারতীয় দলে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। মাঝে অবশ্য চোটের জন্য বেশ কয়েকদিন মাঠের বাইরে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেও টেস্টে কিন্তু দেখা যায়নি শ্রেয়সকে(Shreyas Iyer)। এই অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধেই নেমেছিলেন সাদা জার্সিতে। কিন্তু সাফল্যের মুখ দেখতে পেলেন না শ্রেয়স।
সাই সূদর্শন ৭৩ রানে আউট হওয়ার পরই এদিন মাঠে আসেন তিনি। শুরুটাই করেছিলেন একটা অসাধারণ বাউন্ডারি দিয়ে। কিন্তু সেই ফর্ম বেশিক্ষণ দেখাতে পারেননি। মাত্র ১৩ বল খেলেই থামতে হয় ভারতীয়-এ দলের অধিনায়ককে। কোরি রচিকোইয়ের বলেই এলবিডব্লু হয়ে সাজঘরের রাস্তায় ফিরতে হয় শ্রেয়স আইয়ারকে। আর এই পারফরম্যান্সটাই কিন্তু তাঁকে টেস্ট দলে ফেরা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে।
সম্প্রতি শেষ হওয়া দলিপ ট্রফিতেও একেবারে ফর্মে ছিলেন শ্রেয়স আইয়ার। দলিপের মঞ্চে শ্রেয়সের ব্যাট থেকে রান এসেছিল ২৫ এবং ১২। এরপরই ভারতীয়-এ দলের হয়ে মাঠে নেমছিলেন অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে। ম্যাচের ৫৯ তম ওভারে নেমেছিলেন তিনি। ৬৩ তম ওভারেই শেষ হয়েছিল শ্রেয়স আইয়ারের ইনিংস।
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার বাদ দিলে শ্রেয়স আইয়ারের ব্যাটে কিন্তু সেভাবে বড় রানের ইনিংস দেখা যায়নি এখন পর্যন্ত। সেই ম্যাচে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। এরপর থেকেই শ্রেয়সের ব্যাটে যেন রানের খরা।
তবে শ্রেয়স আইয়ার বাদে বাকি ব্যাটারদের ব্যাটে কিন্তু রান এসেছে। বিশেষ করে অভিমন্যু ঈশ্বরণ(Abhimanyu Easwaran) এবং নারায়ন জগদীশন ওপেনিংয়েই তৈরি করেছিলেন ৮৮ রানের পার্টনারশিপ। এছাড়া ভারতীয়-এ দলের হয়ে এদিন সর্বোচ্চ রান করেছিলেন দেবদূত পাড়িক্কল ৭৬। তাঁর পরই দ্বিতীয় সর্বোচ্চ রান ৭৩ করেন সাই সূদর্শন। এতকিছুর মধ্যেও চিন্তা শুধু একটাই। শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স।