সামনেই ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। কিন্তু সেই দলেই শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) সুযোগ নিয়ে হঠাৎই জল্পনা শুরু। কারণ অসট্রেলিয়া-এ(Australia-A) দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে নাম তুলে নিয়েছেন ভারতীয়-এ(India-A) দলের অধিনায়ক শ্রেয়স। এমনকি শিবির ছেড়ে চলেও গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে ভারতীয়-এ দলের অধিনায়ক এখন ধ্রুব জুরেল(Dhruv Jurel)।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল(India Team) ঘোষণা হওয়ার আগে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধেই ভারতের ম্যাচের দিকেই এখন সকলের নজর। বিশেষ করে শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) দিকেই ছিল সবচেয়ে বেশি নজর। কিন্তু তিনিই এবার নাম তুলে নিয়েছেন। শ্রেয়স হঠাৎ কেন এমনটা করল সেটা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে ব্যক্তিগত কারণের জন্যই নাকি নাম তুলে নিয়েছেন তিনি। তবে স্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছে না সেভাবে।
দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন শ্রেয়স আইয়ার। শেষবার ২০২৪ সলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। এরপর থেকে আর ভারতীয় দলের হয়ে টেস্ট খেলতে দেখা যায়নি তাঁকে। কয়েকদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও শ্রেয়সের না থাকা নিয়ে নানান কথাবার্তা উঠেছিল।
এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া(Team India)। সেখানেই সুযোগ পাওয়াটা এই অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে পারফরম্যান্সটাই শ্রেয়স আইয়ারের কাছে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানেও বড় রান পেতে অবশ্য ব্যর্থই হয়েছে। এরপরই শ্রেয়সের শিবির ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে।
সূত্রে তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, হ্যাঁ শ্রেয়স আইয়ার শিবিরে ছেড়ে মুম্বইয়ে ফিরে গিয়েছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে বিরতি নিচ্ছেন এবং অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে এই ম্যাচে খেলবেন না। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের নির্বাচকদের নজরে রয়েছেন শ্রেয়স আইয়ার।
অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে এবার একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শ্রেয়স আইয়ার। দুই ইনিংস মিলিয়ে শ্রেয়স আইয়ার রান করেছেন ৮ ও ১৩। তবে কি পারফরম্যান্সের কারণেই দ্বিতীয় ম্যাচ থেকেও নাম তুলে নিয়েছেন শ্রেয়স আইয়ার। প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে।







