ধ্রুব জুরেল(Dhruv Jurel), রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) হাত ধরে দ্বিতীয় দিন রানের পাহাড়ে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোলারদের পর বিধ্বংসী মেজাজে ভারতীয় ব্যাটাররাও। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৪৪৮। লিড ২৮৬ রানের। তৃতীয় দিন যে এই অঙ্কটা অনেকটাই বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে ১০৪ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। তাঁর সঙ্গে ৯ রানে দাঁড়িয়ে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।
প্রথম দিনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে সেঞ্চুরি ইনিংস হাঁকিয়েছিলেন ভারতীয় দলের তারকা কেএল রাহুল(KL Rahul)। তবে দ্বিতীয় দিন তাঁকে ১০০ রানেই। মাঝে শুভমন গিলের একটা অর্ধশতরানের ইনিংস। যদিও ভারতকে চাপে ফেলার জন্য তা যথেষ্ট ছিল না।
ধ্রুব জুরেল(Dhruv Jurel) এদিন দুরন্ত ফর্মে ছিলেন। ভারতীয় হিসাবে টেস্টের মঞ্চে দ্রুততম সেঞ্চুরিও করার রেকর্ড গড়েছেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। তাদের হাত ধরেই ভারত তখন বড় রানের পথে এগোতে থাকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তোলাই ছিল ভারতীয় ব্যাটারদের প্রধান লক্ষ্য।
১২৫ রানের ইনিংস খেলে ধ্রুব জুরেল(Dhruv Jurel) যখন সাজঘরে ফেরেন সেই সময় ভারতীয় দলের রান ৪২৪। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা। কিছুক্ষণের মধ্যেই সেঞ্চুরি করেন তিনিও। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন এই তারকা ক্রিকেটার। সঙ্গে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।