অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামতে চলেছে ভারতীয় দল(India Team)। সেই সিরিজেই এবার অভিষেক হতে চলেছে ভারতীয় ওডিআইয়ের নতুন অধিনায়ক শুভমন গিলের। শনিবারই সেই ঘোষণাটা করে দিলেন বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারতীয় ওডিআই দলের নতুন অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। কথাবার্তাটা কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। শনিবার অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার সময়ই ভারতীয় ও়ডিআই দলের নতুন অধিনায়ক হিসাবে শুভমন গিলের(Shubman Gill) নাম ঘোষণা করে দিলেন অজিত আগরকর। কয়েকদিন আগেই রোহিত শর্মার(Rohit Sharma) সঙ্গে নেতৃত্বের বদল নিয়ে কথাবার্তা গহয়ে গিয়েছিল। রোহিতের দায়িত্ব ছাড়ার কথা জানার পরই গিলের নাম ঘোষণা বোর্ডের। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি(Virat Kohli) অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন।
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জনটা চলছিল। শোনা যাচ্ছিল ভারতীয় দলের অধিনায়ক হিসাবে নাকি এবার রোহিত শর্মা(Rohit Sharma) দায়িত্ব ছাড়তে চলেছেন। সেটাই হল শেষপর্যন্ত। রোহিত শর্মার সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছিল। আগামী ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ(Odi World Cup)। সেই কথা মাথায় রেখেই এবার নতুন অধিনায়কের খোঁজ চলছিল। কারণ রোহিত শর্মার বয়সও অনেকটাই হয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত বোর্ডের নতুন অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্ত।
টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েই সফল হয়েছেন শুভমন গিল(Shubman Gill)। এরপর থেকেই রোহিতের ওডিআই ভবিষ্যৎ নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি(Virat Kohli) থাকলেন ঠিকই, কিন্তু অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেন তিনি। সেই জায়গাতেই এবার ভারতীয় ওডিআই দলের নতুন অধিনায়ক শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই অধিনবায়ক হিসাবে অভিষেক হবে এই তারকা ক্রিকেটারের।
অজিত আগরকর(Ajit Agarkar) জানিয়েছেন, “রোহিত শর্মার সঙ্গে নেতৃত্বের বদল নিয়ে আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে আমাদের সামনে বেশি ওডিআই ম্যাচ নেই। সেই কারণেই নতুন কাউকে বেশি সুযোগ দিতে চাইছিলাম, যাতে তিনি প্রস্তুত হতে পারেন”।
শুভমন গিলকে নতুন দায়িত্ব দিয়ে বেশ আশার সুরই শোনা্ গেল অজিত আগরকরেরর মুখেও। সেই প্রসঙ্গ্ আগরকর জানিয়েছেন, “সব ফর্ম্যাটেই তিনি অধিনায়ক হবেন কিনা তা নিয়ে এখম পর্যন্ত নিশ্চিত কিচু ঠিক হয়নি। তবে ইংল্যান্ডে কঠিন পরিস্থিতিতে তিনি কেমন খেলেছেন তা আমরকা সকলেই দেখেছি। তিনি ওডিআই ফর্ম্যা্টে সহ অধিনায়কও ছিলেন। সেই কারণে ওডিআইতে তাঁকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন ছিল। এই জন্যই এমন সিদ্ধান্ত”।







