বাইরে নানান কথাবার্তা চললেও, রোহিত(Rohit Sharma) এবং বিরাটের(Virat Kohli) সঙ্গে শুভমন গিলের(Shubman Gill) সমীকরণে যে কোনওরকম বদল আসেনি তা ম্যাচে নামার আগেই স্পষ্ট করে দিলেন ভারতীয় ওডিআই দলের নতুন অধিনায়ক। তাঁর সাফ বার্তা, রোহিত শর্মা ও বিরাট কোহলির(Virtat Kohli) সঙ্গে আগেও যেমন সম্পর্ক ছিল অধিনায়ক হওয়ার পর তা যেন আরও ভালো হয়েছে। বরং এখন নাকি প্রতি ক্ষেত্রেই রোহিত শর্মাদের নানান ব্যপারে পরামর্শ পাচ্ছেন শুভমন গিল।
অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে ওডিআই সিরিজের দল ঘোষণার আগেই সকলকে চমকে দিয়েছিল বিসিসিআই(BCCI)। ভারতীয় ওডিআই দলের অধিায়ক হয়েছিলেন শুভমন গিল(Shubman Gill)। সেই থেকেই শুরু হয়েছিল নানান জল্পনা। রোহিত শর্মাকে সরানো নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছিল। তেমনই নতুন অধিনায়ক হিসাবে শুভমন গিলের(Shubman Gill) সঙ্গে রোহিত(Rohit Sharma), বিরাটদের কেমন সম্পর্ক হবে তা নিয়েও নানান কথাবার্তা হচ্ছিল।
রবিবার অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত(India Cricket Team)। তার আগেই বিরাট বার্তা দিলেন শুভমন গিল(Shubman Gill)। তাঁর সাফ জবাব, “বাইরে যাই কথাবার্তা চলুক না কেন, আমার মনে হয় আমাদের তিন জনের মধ্যে সম্পর্ক একেবারেই ঠিক রয়েছে। আর সেটাই অত্যন্ত সাহায্য করছে। বিশেষ করে পিচ থেকে নানা বিষয়ে তারা যা জানে বা বুঝছে সেটা জানতে বারবারই তাদের কাছে আমি যাই। সেইসঙ্গে আমার জায়গায় তারা থাকলে কী সিদ্ধান্ত নিতেন সে ব্যপারেও আমি জানতে চাই। প্রত্যেকের থেকে নানা ভাবনার ব্যপারটা জানার পরই আমি আমার মতো করে সিদ্ধান্ত নেই”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ওডিআই সিরিজ দিয়েই ফের দেশের জার্সিতে মাঠে নামছেন রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli)। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ(Odi World Cup)। তার আগে যে রোহিত এবং বিরাটের পারফরম্যান্সের দিকেই সকলে তাকিয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।