কলকাতা লিগ(CFL) যে অ্যাপে দেখেছেন, এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপও(2026 Fifa World Cup) সেই এসএসইএন(SSEN) অ্যাপে দেখতে পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই এশিয়ার একটি পর্বে ২০২৬ বিশ্বকাপ ব্রডকাস্টিং রাইটসের জন্য বিড করেছে শ্রাচী। সবকিছু ঠিকঠাক চললে এসএসইএন(SSEN) অ্যাপে এবার দেখা যেতে পারে মেসি(Lionel Messi), রোনাল্ডোদের(Cristiano Ronaldo) ম্যাচ। বিড করা হয়ে গেলেও, এখনই তারা স্বত্ব পায়নি অবশ্য। কিন্তু এই খবর যে বাংলার ফুটবল প্রেমিদের কাছে অবশ্যই একটা বড় পাওনা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
সদ্য শেষ হয়েছে কলকাতা লিগ। সেখানেই ব্রডকাস্টিংয়ে সকলকে চমকে দিয়েছে এসএসইএন(SSEN) অ্যাপ। এবার দেশের গন্ডী ছাড়িয়ে বিদেশের মাটিতেও পা রাখতে চলেছে তারা। একেবারে বিশ্বকাপের(2026 Fifa World Cup) আসরে পৌঁছতে চলেছে শ্রাচী(Srachi)। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বিশ্বকাপের ব্রডকাস্টিংয়ের বিডের কথা জানানো হয়েছে।
এবারই হয়ত শেষ বিশ্বকাপের মঞ্চে নামবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনল্ড। আগামী বছরই আমেরিকা ও মেক্সিকোতে হবে ফিফা বিশ্বকাপের আসর। সেই প্রতিযোগিতা ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর বিশ্বকাপ মানেই যে কলকাতা সহ গোটা রাজ্যে একটা ক্রীড়া উৎসবের ছবি ধরা পড়ে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই এসএসইএনে(SSEN) যদি এশিয়ার একটা অংশে খেলা দেখা যায়, তা যে বিশেষ প্রাপ্তি হবে তা বলার অপেক্ষা রাখে না।
শ্রাচীর তরফে চেষ্টা শুরু হয়ে গিয়েছে। বিডিং পদ্ধতি হয়ে গিয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে, “হ্যাঁ আমরা ২০২৬ বিশ্বকাপের ব্রডকাস্টিং রাইটসের জন্য বিড করেছি”।
এখন শুধুই অপেক্ষা বাংলার কোনও সংস্থার হাতে এশিয়ার জন্য ব্রডকাস্টিং রাইটস আসে কিনা।







