রাহুল ভেকে(Rahul Bheke) কী ইস্টবেঙ্গলে(Eastbengal) আসবেন। অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) পছন্দ নন তিনি। তবুও কথা চালাচ্ছেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবই সিংটো(Thangboi Singto)। শোনাযাচ্ছে ক্লাবের চাপেই নাকি ইচ্ছা না থাকলেও রাহুল ভেকের(Rahul Bhake) সঙ্গে কথা চালাতে হচ্ছে থংবই সিংটোকে। আপাতত তাঁর সঙ্গে নেগোসিয়েশন চালাচ্ছেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল। কিন্তু শেষপর্যন্ত এই রাট ব্যাককে লাল-হলুদ জার্সিতে দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
রাহুল ভেকে-কে(Rahul Bheke) নেওয়ার জন্য ক্লাবের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্টকে। কিন্তু কোচ, থংবই সিংটো সহ ম্যানেজমেন্টের কারোরই নাকি রাহুল ভেকে-কে নেওয়ার খুব একটা ইচ্ছা নেই। যেহেতু ক্লাব থেকে রাহুল ভেকের কথা বারবার বলা হচ্ছে সেই জন্যই নাকি কথাবার্তা চালাতে হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। রাহুল ভেকের সঙ্গে এই মুহূর্তে প্রাথমিক পর্যায়েই কথা হয়ছে বলে শোনা যাচ্ছে।
গতবারের দলের অত্যন্ত কারাপ পারফরম্যান্সের পর থেকেই নতুন ভাবে দল গোছানোর দিকে নজর দিয়েছে ইস্টবেঙ্গল। সওল ক্রেসপোকে(Saul Crespo) বাদে এবার ইস্টবেঙ্গলে সব বিদেশিই নতুন। কিন্তু ইস্টবেঙ্গলের(Eastbengal) রাইট ব্যাকের সমস্যাটা এখনও পর্যন্ত মেটেনি। সাইড ব্যাকে যে একজন ফুটবলার লাগবে তা অস্কার ব্রুজোঁও(Oscar Bruzon) বেশ ভালো ভাবেই জানেন। ক্লাব থেকে ম্যানেজমেন্ট সকলেরই নজর রয়েছে সেদিকে। সেই কথা বিচার করেই বেঙ্গালুরু এফসির রাহুল ভেকে-কে দলে নেওয়ার কতা বলা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে। যদিও অস্কারের ভাবনা অন্য কিছুই ছিল।
ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও যে রাহুল ভেকে-কে নিতে খুব এটা আগ্রহী তেমনকা কিন্তু নয়। কিন্তু ক্লাব থেকে বারবার বলার ফলেই রাহুল ভেকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা। সূত্রের খবর অনুযায়ী কথাবার্তা চালালেও রাহুল ভেকে-কে নেওয়ার ইচ্ছ নাকি নেই ম্যানেজমেন্টের। এই মুহূর্তে কোনও ফুটবলারকে ছাড়তে যেমন চাইছে না তারা, তেমনি আবার নাকি আর নতুন কাউকে নিতেও চাইছে না।
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সওল ক্রেসপোকেও নাকি ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল। তবে এখনও পর্যন্ত সেরকম সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত ইস্টবেঙ্গল আর কোনো ফুটবলারকে ছাড়তে চাইছে না। এই মুহূর্তে সুপার কাপের প্রস্তুতিতেই ব্যস্ত লাল-হলুদ শিবির। চোট সারিয়ে সৌভিকও ফিরে এসেছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।







