সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটবল উপহার দেওয়ার আবেদন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের। প্রায় গত ১৫ বছর ধরে ইউনাইটেড স্পোর্টস যে ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে সেখানে এখন প্রায় ৬০০ নতুন প্রতিশ্রুতিবান ফুটবলার নিয়মিত অনুশীলন করে যাচ্ছে।
এই ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুধু কল্যাণীর তিনটে মাঠে নয়, তার বাইরেও চলছে কাঁচড়াপাড়ার জোনপুর মাঠে, শ্যামনগর তরুণ সংঘ ক্লাবের মাঠ, হালিশহর পুরসভার অধীনে পবনতলা জাগ্রত সংঘের মাঠ, মুর্শিদাবাদের বেলডাঙায় বড়ুয়া যুবক সংঘের স্টেডিয়ামে, এবং শিলিগুড়িতে চাঁদমণি ট্রাইবাল একাডেমির মাঠে।
ক্লাবের ডিরেক্টর নবাব ভটচার্য বললেন, “আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করেও আমাদের সিস্টেমকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরও তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, গত কয়েকবছর ধরে কল্যানী – নৈহাটি – ব্যারাকপুরে খেলা থাকলে আমাদের বেশ কিছু সমর্থক আসছেন ম্যাচ দেখতে। এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে আমাদের অ্যাকাডেমি থেকে আসা ছোট ছোট বাচ্চাদেরও!”

“অভিভাবকদের সঙ্গে ওদের মাঠে দেখাটা আমার কাছে এক বিশেষ প্রাপ্তি। তাই ওদের কথা ভেবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার আবেদন যে আমাদের এই বাচ্চাদের সম্ভব হলে একটা করে ফুটবল ডোনেট করুন। ব্র্যান্ড, কস্কো মিলানো। এর থেকে ভালো দিলে আপত্তি নেই। ৪ বা ৫ নম্বর ফুটবল আমাদের প্রচুর প্রয়োজন হয়। এটা আমাদের কাছে বড় সহায়তা হবে। ফেসবুকে আমাদের আবেদনটি পড়বেন। এই বিষয়ে অয়নের সঙ্গে যোগাযোগ করবেন।”







