মাত্র ১৪ বছর বয়স। কিন্তু মাঠে নামলেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। অনুর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার(U-19 Australia) বিরুদ্ধ ওডিআই ম্যাচে নেমেছিলেন তিনি। সেখানেও বিধ্বংসী মেজাজে ছিলেন বৈভব সূর্যবংশী। ভারতীয় যুব ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে গড়লেন ফের নয়া রেকর্ড। তাঁকে নিয়েই এখন সরগরম ভারতীয় ক্রিকেট মহল। আইপিএল, ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার মাটিতেও দুরন্ত ফর্মেই এগিয়ে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছে অনুর্ধ্ব-১৯ ভারতীয় দল(U-19 India Team)। সেখানে প্রথম ম্যাচে অবশ্য রান করতে পারেননি তিনি। কিন্তু দ্বিতীয় ওডিআই ম্যাচে বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi) ছিলেন বিধ্বংসী মেজাজে। তিনি মাঠে নামা মানেই চার, ছয়ের বন্যা। এদিনও সেই ছবিটাই দেখা গেল এই সূর্যবংশীর ব্যাট থেকে। যতক্ষণ মাঠে থাকলেন, অজি ব্যাটারদের বিরুদ্ধে বাইশগজে শাসন করে গেলেন বৈভব সূর্যবংশী। সেইসঙ্গেই গড়লেন এক নতুন রেকর্ড।
যুব ক্রিকেটে এখন ভারতীয় হিসাবে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডের মালিক বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে ৪১টি ছয়ের মালিক বৈভ সূর্যবংশী। তাঁর আগে এই রেকর্ড ছিল প্রাক্তন অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদের। ৩৮টি ওভার বাউন্ডারি রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর রেকর্ড ছাপিয়েই এখন সূর্যবংশীর ছয়ের সংখ্যা ৪১।
অনুর্দ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৮ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। সেখানে শুর থেকেই বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। তাঁর ৭০ রানের এই ইনিংসটা সাজানো রয়েছে পাঁচটা চার এবং ছট ছয় দিয়ে। তাঁর হাত ধরেই এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০০ রানের গন্ডীও টপকে গিয়েছিল ভারতীয় দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল অনুর্ধ্ব-১৯ ভারতীয় দল। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন বৈভব সূর্যবংশী। সেই সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিকও ছলেন সূর্যবংশীই। পাঁচ ম্যাচের সিরিজে বৈভবের ব্যাটে রান এসেছিল ৩৫৫। সেইসঙ্গে ছিল একটি সেঞ্চুরি ও অর্ধশতরান।
অনুর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বিধ্বংসী ফর্মেই রয়েছেন রাহুল দ্রাবিড়ের এই ১৪ বর্ষীয় ছাত্র। আইপিএল থেকেই সকলের নজর কেড়েছিলেন তিনি। সেই থেকেই অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের জার্সি উঠেছিল বৈভবের গায়ে। এই মুহূর্তে ভারতীয় দলের দলের প্রতিটি সিরিজেই নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি। সেইসঙ্গে নিজের পারফরম্যান্সও দেখাচ্ছেন এই কিশোর ক্রিকেটার। এখন শুধুই তাঁর ভারতীয় সিনিয়র দলে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।







