অ্যাডাম জাম্পা(Adam Zampa) যখন অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন, সেই সময় ভারতের রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন কুলদীপ যাদব(Kuldeep Yadav)। প্রথম দুই ওডিআই ম্যাচেই তাঁকে বসি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার কাছে সিরিজও হেরে গিয়েছে ভারতীয় দল। এরপরই কুলদীপকে(Kuldeep Yadav) খেলানো নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার বরুণ অ্যারণ(Varun Aaron)। শেষ ওডিআই ম্যাচে কুলদীপ যাদবকে(Kuldeep Yadav) খেলানোর পরামর্শই দিচ্ছেন বরুণ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং শক্তিই দেখে নিতে চেয়েছিল ভারতীয় দল। প্রথম দুই ম্যাচেই তারা অস্ট্রেলিয়াকে হারাতে ব্যাটিংয়ের ওপর জোর দিয়েছিল। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। বরং তাসের ঘরের মতোই বারবার ভেঙে পড়েছিল টিম ইন্ডিয়ার(India Cricket Team) ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ম্যাচে অবশ্য রোহিত শর্মা(Rohit Sharma) এবং শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) রান পেয়েছিলেন। কিন্তু ভারত জিততে পারেনি। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট তুলে নিয়েছিলেন অ্যাডাম জাম্পা(Adam Zampa)। তিনি একাই তুলেছিলেন চার উইকেট।
সেই পরিস্থিতিতে ভারতীয় দল কুলদীপ যাদবকে(Kuldeep Yadav) না খেলানোর সিদ্ধান্তেই ছিল অনড়। এমন পরিকল্পনাটাই যেন বেশ অবাক করছে বরুণ অ্যারণকে। কেন কুলদীপকে খেলানো হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি।
সম্প্রচারকারী সংস্থার অনুষ্ঠানে বরুণ অ্যারণ জানিয়েছেন, “প্রথম ম্যাচ থেকেই কুলদীপকে(Kuldeep Yadav) খেলানো উচিৎ ছিল ভারতীয় দলের। সেক্ষেত্রে একজন ব্যাটারকে অবশ্য ছাড়তে হত। অস্ট্রেলিয়ার মতো দেশের পিচে দুজন পেসার নিয়ে খেলাটাও খুব একটা যুক্তিযুক্ত নয়। কুলদীপ এমন একজন বোলার যিনি, যেকোনও পরিস্থিতিতে উইকেট তুলতে পারেন। এছাড়াও যে রান ব্যাটাররা করতে পারেননি, বল হাতে সেটা ম্যানেজ করতেও তিনি যথেষ্ট দক্ষ”।
অস্
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিংয়ে শক্তি বাড়াতে তিন অল রাউন্ডারে খেলার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গম্ভীরদের সেই পরিকল্পনা চূড়ান্ত ফ্লপ হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের হাত থেকে সিরিজ হাতছাড়া আগেই হয়ে গিয়েছে। তবে শেষ ম্যাচে ভারতের সামনে সম্মান রক্ষার লড়াই। সেখানেই শেষপর্যন্ত কুলদীপ যাদবকে খেলানো হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।






