অ্যাডিলেডে(Adeleide) ভারতের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেখানেই আবার নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি(Virat Kohli)। অ্যাডিলেডে প্রথম ভারতীয় ক্রিকেটার তো বটেই, প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে এক হাজার রানের হাতছানি বিরাট কোহলির(Virat Kohli) সামনে। এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে অ্যাডিলেডের মাটিতে বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৯৭৫ রান। নিজের নতুন মাইলস্টোনের থেকে আর মাত্র ২৫ রান দূরে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ওডিআই সিরিজ দিয়েই ফের দেশের জার্সিতে মাঠে ফিরেছেন বিরাট কোহলি(Virat Kohli)। যদিও প্রথম ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি। শূন্য রানেই সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। বিরাটের সেই পারফর্ম্যান্স নিয়েও এই মুহূর্তে শুরু হয়েছে নানান জল্পনা, সমালোচনা। এবার সেই বিরাট কোহলির সামনেও রয়েছে ঘুরে দাঁড়ানোর সুযোগ।
ইতিমধ্যেই অবশ্য অ্যাডিলেডে ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজদের টপকে গিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে বহু রেকর্ডই গড়েছেন তিনি। এবার এক বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রথম ম্যাচে বিরাট কোহলির আউটের বল নিয়েও শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা।
যদিও এখনও পর্যন্ত দুটো ম্যাচ রয়েছে বিরাট কোহলির সামনে। আর অস্ট্রেলিয়া বরাবরই বিরাট কোহলিকে সাফল্য দিয়েছে। এবার অ্যাডিলেডে নামবেন তিনি। সেখানেই বিরাট কোহলির ব্যাটে নতুন ইতিহাস তৈরি হয় কিনা সেটাই দেখার।







